মোদির সঙ্গে কী কথা হলো ডি সিলভা-জয়াসুরিয়াদের
Published: 6th, April 2025 GMT
ক্রিকেট-পাগল এক দেশের প্রধানমন্ত্রী তিনি। নিজেও যে ক্রিকেটের খোঁজখবর ভালোই রাখেন, সেটা তাঁর এক্স হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যাবে। বলা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা।
ক্রিকেটপ্রেমী বলেই হয়তো শ্রীলঙ্কা সফরে থাকা মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাতের ব্যবস্থা করা হলো দেশটির কিংবদন্তি ক্রিকেটারদের। ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে প্রথম বিশ্বজয়ের আনন্দে ভাসিয়েছিলেন যাঁরা, সেই দলটার বেশ কজন ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
সাক্ষাতের পর মোদি যেমন সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রীলঙ্কান এই ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তেমনি কিংবদন্তি লঙ্কান ক্রিকেটাররাও বলেছেন মোদিকে নিয়ে তাঁদের মুগ্ধতার কথা।
আরও পড়ুনশ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ ধ্বংস করে দিচ্ছে, দাবি রানাতুঙ্গার১২ নভেম্বর ২০২৩শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনূঢ়া কুমারা দিশানায়েকের আমন্ত্রণে মোদি ৪ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দ্বীপ দেশটিতে সফরে আছেন। এই সফরেই অন্যান্য আনুষ্ঠানিকতার ফাঁকে মোদি সাক্ষাৎ করেছেন অরবিন্দ ডি সিলভা-সনৎ জয়াসুরিয়া-চামিন্দা ভাস-মারভান আতাপাত্তু-রমেশ কালুভিথরানাসহ ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে।
নরেন্দ্র মোদিকে ১৯৯৬ বিশ্বকাপ জয়ের গল্প শুনিয়েছেন জয়াসুরিয়া–ভাসরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কি না আমার সন্দেহ আছে: প্রসূন আজাদ
ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান এই অভিনেতা। তার রহস্যজনক মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার স্ত্রী সামিরা হক। সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর আদালতের নির্দেশে তার অপমৃত্যুর মামলা, হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সামিরা হককে।
সালমান শাহর ক্যারিয়ারের বৃহস্পতি যখন তুঙ্গে তখন অনন্তের পথে তার যাত্রা। তার মৃত্যু কেউই মেনে নিতে পারেননি, এমনকি এখনো না। তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। তদন্ত ও বিচার কাজ সঠিকভাবে সম্পূর্ণ হলেই এই রহস্যের জাল ভেদ করে সত্য বেরিয়ে আসবে বলে আশা সালমান শাহর ভক্ত-অনুরাগীদের।
আরো পড়ুন:
আমার বাচ্চার দাদা-দাদিও কী এক্স হয়ে গিয়েছেন, প্রশ্ন পরীমণির
সালমানকে ভাই ছাড়া অন্য চোখে দেখিনি: শাবনূর
এদিকে, ছোট ও বড় পর্দার আলোচিত অভিনেত্রী প্রসূন আজাদ তার ফেসবুকে সালমান শাহকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সন্দেহ প্রকাশ করে এই অভিনেত্রী বলেন—“সত্যিকার অর্থে সালমান শাহকে কেউ কখনো ভালোবেসেছিল কি না আমার সন্দেহ আছে।”
প্রসূন আজাদ বলেন, “আমার ধারনা সালমান প্রচণ্ড ডিপ্রেশনে ভুগছিলেন। সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব ছিল। কিন্তু সত্যিকার অর্থে তাকে কেউ কখনো ভালোবেসেছিল কি না আমার সন্দেহ আছে।”
কারণ ব্যাখ্যা করে প্রসূন আজাদ বলেন, “স্টারদের স্টারডম সবাই ভালোবাসে। তার একাকিত্ব তাতে কমে না। তার মা কিংবা বউ কেউ আদৌ নিঃস্বার্থভাবে তার পাশে দাঁড়াতে চেয়েছিল কি না সন্দেহ। সফলতার চরমতম স্বাদ পাওয়ার পর তারা সব ছেড়ে চলে যায়, যারা অভিমানী।”
১৯৮৫ সালে ‘আকাশ ছোঁয়া’ নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন সালমান শাহ। এটি বিটিভিতে প্রচার হয়। ১৯৯৩ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক ঘটে সালমান শাহর। অভিষেক চলচ্চিত্রে নায়িকা হিসেবে পান মৌসুমীকে।
চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। এর মধ্যে ১৪টি সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ‘তুমি আমার’ সিনেমায় প্রথম জুটি বাঁধেন তারা। ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা পরিচালনা করেন জহিরুল হক।
সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’ (১৯৯৪), ‘কন্যাদান’, ‘দেনমোহর’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’ (১৯৯৫), ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’ (১৯৯৬), ‘প্রেমপিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’ (১৯৯৭)।
ঢাকা/শান্ত