পরোয়ানা জারির পর হাজির না হলে টিউলিপকে পলাতক গণ্য করা হবে: দুদক চেয়ারম্যান
Published: 6th, April 2025 GMT
যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে। রোববার সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।
টিউলিপের আইনজীবীর বক্তব্য নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে দুদক চেয়ারম্যান বলেন, যেকোনো অভিযুক্তের পক্ষে আইনগত প্রতিনিধিত্ব একটি আদর্শ চর্চা হলেও, দুর্নীতির অভিযোগ আপসযোগ্য নয় এবং এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে।
তিনি বলেন, চিঠি বিনিময় কখনো আদালতের প্রক্রিয়ার বিকল্প হতে পারে না।
টিউলিপ সিদ্দিক সম্প্রতি স্কাই নিউজকে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন। তার দাবি, দুদকের কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।
এ প্রসঙ্গে ড.
দুদক চেয়ারম্যান আরও বলেন, আদালতের সব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নেওয়া হবে।
স্কাই নিউজকে টিউলিপের দেওয়া বক্তব্যের বিষয়ে দুদক চেয়ারম্যান বলেন, ব্যক্তির পরিচয় বা অবস্থান বিচার করে নয়, আইনি প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হয়। এটি শুধু টিউলিপ সিদ্দিকের ক্ষেত্রে নয়, শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই আইনি প্রক্রিয়া প্রযোজ্য হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ট উল প স দ দ ক র র পর ট উল প
এছাড়াও পড়ুন:
বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান কোনাল
গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট ‘বাংলা অরিজিনালস’ এর গান ‘ময়না’ সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি দিয়ে প্রথমবার একক কোনো মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। এতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয় ডি রকস্টার। ইউটিউবে গানটির ভিডিও প্রকাশের পর এখন পর্যন্ত আট লাখের বেশি দর্শক দেখেছেন।
‘ময়না’ গানে বুবলীর সঙ্গে পারফর্ম করেছেন নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন। ‘ময়না’ শিরোনামের গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন আকাশ সেন।
কণ্ঠশিল্পী কোনালের গানে ঠোঁট মিলিয়েছেন বুবলী। এর আগেও কোনালের গাওয়া একাধিক গানে ঠোঁট মিলিয়েছেন বুবলী। তবে সিনেমার বাইরে কোনো গানে এই প্রথম কোনালের গানে পারফর্ম করলেন তিনি।
আরো পড়ুন:
‘শাকিব খান ফিডার খায় না, বুবলী তাকে তাবিজ করে নাই’
শেহজাদের সঙ্গে বিদেশে ছুটি কাটাবেন শাকিব, থাকবেন বুবলীও
জানা যায়, ব্যক্তিগতভাবে কোনালের সঙ্গে বেশ ভালো সম্পর্ক বুবলীর। বুবলী কোনালকে ‘আপু’ সম্বোধন করেন। আর কোনাল বুবলীকে ‘বুবলী’ বলেই ডাকেন। তবে তিনি এখন থেকে বুবলীকে ‘ময়না’ নামে ডাকতে চান।
একটি সাক্ষাৎকারে কোনাল বলেন, ‘‘বুবলী আমাকে আপু বলে ডাকে, আমি তাকে বুবলী বলেই ডাকি। কিন্তু এখন থেকে মনে হয় তাকে ‘ময়না’ ডাকতে হবে।”
এর আগে কোনালের গাওয়া ‘‘মেঘের নৌকা’’ গানে পারফর্ম করে ব্যাপক প্রশংসা পান বুবলী।
ঢাকা/লিপি