বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় জাবির ‘আনন্দশালা: স্পেশাল নিড্স অ্যাডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। আনন্দশালা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “তাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। আমরা যদি নিজেরা সচেতন হই এবং এটাকে নিজেদের সমস্যা মনে করি, তাহলে আমরা এসব সমস্যার সমাধান করতে পারব। এই বিশেষ বাচ্চাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এইটুকু মনে রাখতে হবে, এরা আমাদেরই সন্তান।”
উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে। তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এ উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে।”
আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.
ঢাকা/আহসান/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//