বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় জাবির ‘আনন্দশালা: স্পেশাল নিড্স অ্যাডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’ এর আয়োজনে এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। আনন্দশালা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপ-উপাচার্য অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “তাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। আমরা যদি নিজেরা সচেতন হই এবং এটাকে নিজেদের সমস্যা মনে করি, তাহলে আমরা এসব সমস্যার সমাধান করতে পারব। এই বিশেষ বাচ্চাদের প্রয়োজনগুলো বিবেচনার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এইটুকু মনে রাখতে হবে, এরা আমাদেরই সন্তান।”

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, “আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে। তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এ উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে।”

আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.

রুমানা রইছের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

ঢাকা/আহসান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ