রিয়ালের সর্বনাশে পৌষ মাসের খোঁজে ব্রাজিল
Published: 12th, April 2025 GMT
জাতীয় দলের কোচ হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগুয়েজের প্রথম পছন্দ কার্লো আনচেলত্তি। কিন্তু রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ লিস্টে চারজনের মধ্যে ছিলেন চারে। কারণ জুলাইয়ের আগে তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই কম ছিল। ওদিকে জুনের আগেই কোচ নিয়োগ চূড়ান্ত করতে চায় সিবিএফ।
কিন্তু ডন কার্লোর অধীনে রিয়ালের দুর্দশা চলায় নতুন সম্ভাবনা দেখছে ব্রাজিল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে ও আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হেরে রিয়ালের ‘সর্বনাশ’ হয়েছে। ওই সর্বনাশে পৌষ মাসের সন্ধান করছে ব্রাজিল। দেশটির ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম গ্লোবো এমনই দাবি করেছে। তারা আনচেলত্তির কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে শিরোনাম করেছে, ‘রিয়ালের সংকটে আনচেলত্তি প্রশ্নে আলো দেখা।’
সংবাদ মাধ্যমের মতে, আর্সেনালের বিপক্ষে ১৬ এপ্রিল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আনচেলত্তি কামব্যাক করতে না পারলে চাকরি যাবে তার। সেক্ষেত্রে ব্রাজিলের কোচ হতে বাধা থাকবে না ডন কার্লোর। এমনকি ক্ষতিপূরণ ছাড়াই তাকে পেয়ে যাবে সিবিএফ।
সংবাদ মাধ্যম আরও দাবি করেছে, এই সম্ভাবনা তৈরি হওয়ায় সিবিএফ কাউকে মে মাসের আগে কোচ হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া রিয়ালে কার্লো আনচেলত্তির অবস্থা নড়বড়ে দেখে তার ছেলে ডেভিড আনচেলত্তির সঙ্গে যোগাযোগ রাখছে সিবিএফ। ব্রাজিল বোর্ড কার্লোর জন্য ২৬ এপ্রিল কোপা দেল রে’র ফাইনাল পর্যন্ত অপেক্ষা করবে বলেও দাবি করেছে গ্লোবো।
এর আগে গ্লোবো জানিয়েছে, ব্রাজিলের পরবর্তী কোচ হিসেবে চার জনের সংক্ষিপ্ত তালিকা করেছে কনফেডারেশন। সেখানে আল হিলালের কোচ হোর্হে জেসুসের সেলেসাও কোচ হওয়ার ভালো সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া ফেনেরবেচের পর্তুগিজ কোচ হোসে মরিনহো ও পালমেইরাসের পর্তুগিজ কোচ আবেল পেরেইরা আছেন আলোচনায়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল স ব এফ
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫