সান সিরোতে ইন্টারের বায়ার্ন পরীক্ষা
Published: 16th, April 2025 GMT
আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলান ম্যাচের ৮৮ মিনিটে গোল করে বায়ার্ন মিউনিখতে হারাবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে স্বাগতিক দর্শকদের হতাশায় ডোবায় সিমিওন ইনজাগির দল। এই ম্যাচের আগে ঘরের মাঠে ২২ ম্যাচে অপরাজিত ছিল বাভারিয়ানরা। ইন্টার ২-১ গোলে বায়ার্ন মিউনিখের মাঠে জিতে সেই রেকর্ড ভাঙে।
সপ্তাহ পেরিয়েছে। বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে সান সিরোতে দিতে হবে অগ্নি পরীক্ষা। সেই পরীক্ষায় নামার আগে ইন্টারের ঘরের মাঠে জয়ের ঘোষণা দিয়েছে বায়ার্ন। জার্মানির সেরাা ক্লাবটি আজ দ্বিতীয় লেগে জিততে পারলে টানা ১৪ ম্যাচ পর হারের তিক্ত স্বাদ পাবে ইন্টার। অন্যদিকে ই নেরাজ্জুরিরা যদি জয়ের স্বাদ পায় তাহলে তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সেমি-ফাইনাল খেলার সুযোগ পাবে ইতালির ক্লাবটি। ইন্টার সেমিতে গেলে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে বার্সেলোনাকে। যাদের বিপক্ষে ২০১০ সালে সেমিফাইনাল জয়ের পর শিরোপাও জিতে ই নেরাজ্জুরিরা, তাতে পূর্ণ হয় ট্রেবল।
ইতিহাস আজ ইন্টারকেই এগিয়ে রাখছে। এর আগে এই প্রতিযোগিতায় ২৩ বার প্রথম লেগ জিতার পর কেবল ২ বার দ্বিতীয় লেগে জয়বঞ্চিত ছিল ক্লাবটি। বায়ার্নের রেকর্ডও খারাপ না। ইতালির মাঠে চারবার খেলে সবকটিতে তারা জিতেছে। আত্মবিশ্বাস বাড়ানোর রেকর্ড হচ্ছে, সেই চার ম্যাচে তারা এক গোলও হজম করেনি। এবারও রেকর্ড ধরে রাখতে আত্মবিশ্বাসী বায়ার্ন।
আরো পড়ুন:
‘ডার ক্লাসিকেরে’ বায়ার্নকে রুখে দিয়েছে ডর্টমুন্ড
কেইনের মাইলফলক ছোঁয়ার রাতে পাত্তা পেল না লেভারকুজেন
বাভারিয়ান কোচ কোম্পানি বলেছেন, ‘‘দিন শেষে আমাদের জিততেই হবে। সবসময় ম্যাচ জিততে হবে। প্রথম লেগের ফল যাই হোক না কেন। আশা করছি, আজ একটি বিশেষ রাতের অভিজ্ঞতা হবে আমাদের।” দলের একাধিক খেলোয়াড় না থাকায় কিছুটা অস্বস্তিতে রয়েছেন কোম্পানি। ন্যুয়ের, মুসিয়ালা, দেভিসকে ছাড়াই নামতে হবে জার্মান জায়ান্টদের।
উল্টোদিকে প্রায় পূর্ণ শক্তির দল পাবেন ইন্টারের কোচ ইনজাগি। তাই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় ফুটবলপ্রেমীরা। দুই দলের এখন পর্যন্ত কোনো লড়াই অমীমাংসিত থাকেনি। পাঁচবারের দেখায় বায়ার্ন তিনবার, ইন্টার দুইবার জিতেছে। এবার কার মুখে হাসি ফোটে, চ্যাম্পিয়নস লিগের শ্রেষ্ঠত্বের পুরস্কারের জন্য কে এগিয়ে যায় সেটাই দেখার।
ঢাকা/ইয়াসিন/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ য ম প য়নস ল গ ইন ট র ম ল ন ইন ট র র কর ড
এছাড়াও পড়ুন:
ফেসবুকে বিদ্বেষপূর্ণ মন্তব্য না করার নির্দেশনা সিলেট জেলা বিএনপির
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য কিংবা তথ্য শেয়ার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সিলেট জেলা বিএনপি। দলের কেউ এ নির্দেশনা লঙ্ঘন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
গতকাল রোববার রাতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম।
এদিকে দলের একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ ও শিষ্টাচার–বহিভূর্ত মন্তব্য করায় গতকাল রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমানকে (আছকির) সাময়িক বহিষ্কারের পাশাপাশি সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। এ ছাড়া অনলাইন গণমাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার জন্য জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামকে (ফারুক) সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে।
জেলা বিএনপির বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সিলেট জেলা বিএনপির আওতাধীন কিছু ইউনিটের সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রমে অনভিপ্রেত ও পরস্পরবিরোধী বক্তব্য পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু নেতা-কর্মীর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক মন্তব্য, কটূক্তি ও বিভাজন সৃষ্টিকারী পোস্ট প্রচারিত হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পরিপন্থী।
বিএনপি সব সময় সংগঠনের ঐক্য, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি বিশ্বাস করে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, দলের কোনো পর্যায়ের নেতা বা কর্মীর কাছ থেকে বিভেদমূলক আচরণ, বিদ্বেষ ছড়ানো বা প্রকাশ্যে অপপ্রচার কখনোই কাম্য নয়। অতএব জেলা বিএনপির পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ইউনিটের নেতা-কর্মীদের কঠোরভাবে সতর্ক করা হচ্ছে, যেন ভবিষ্যতে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বহীন, অশালীন বা বিদ্বেষপূর্ণ পোস্ট, মন্তব্য বা শেয়ার থেকে সম্পূর্ণ বিরত থাকেন।
যোগাযোগ করলে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী প্রথম আলোকে বলেন, সম্প্রতি ফেসবুকে কিছু নেতা-কর্মীকে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গেছে। এ অবস্থায় জেলা বিএনপি একটি নির্দেশনা দিয়েছে। তা অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।