নো ব্রিক ফিল্ড জোন: উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কড়া ব্যবস্থা
Published: 16th, April 2025 GMT
উন্মুক্ত স্থানে বর্জ্য পোড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, মাতুয়াইল, আমিনবাজারসহ যে কোনো এলাকায় কেউ বর্জ্য পোড়ালে তাকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে, সে সরকারি হোক বা বেসরকারি।
বুধবার (১৬ এপ্রিল) পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি আরো বলেন, বায়ুদূষণ রোধে নির্মাণসামগ্রী ঢেকে রাখতে হবে, ঢেকে পরিবহন করতে হবে, তা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ কাজ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, রাজউক, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর ম্যাজিস্ট্রেটরা একসাথে কাজ করবেন।
তিনি জানান, সেবাদানকারী সংস্থাগুলো যেন এলোমেলোভাবে রাস্তা না খোঁড়ে, তা নিশ্চিত করতে হবে। বাস্তবায়ন করা হবে ‘নো ব্রিক ফিল্ড জোন’। শহরের রাস্তা ও আশপাশে পানি ছিটাতে হবে ধুলাবালির পরিমাণ কমাতে। নিয়ম না মানলে অঞ্চলভিত্তিক বিশেষ অভিযান চালানো হবে।
তিনি বলেন, শহরকে সবুজ করতে হবে, রাস্তার ডিভাইডারে ঘাস লাগাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বায়ুদূষণ কমাতে জনগণকে সম্পৃক্ত করেই কাজ করতে হবে।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড.
ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব যবস থ পর ব শ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে