রাজধানীতে নকশাবহির্ভূত ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে কঠোর আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এ-সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধ নির্মাণ কাজ বন্ধ করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার মতো পদক্ষেপও নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন এলাকায় নির্মাণাধীন ভবনগুলোর নকশা ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.

নজরুল ইসলাম।

সভায় জানানো হয়, ভবন নির্মাণে নিয়ম লঙ্ঘনকারীদের প্রথমে সতর্ক করা হবে। তবু কাজ চালিয়ে গেলে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে নির্মাণাধীন ভবনের গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

সভায় আরো বলা হয়, পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে জমির সঠিক ব্যবহার এবং অনুমোদিত নকশা অনুসারে ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। এজন্য রাজউক এলাকার জমি ও প্লট মালিকদের নিয়ম মেনে ভবন নির্মাণের আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিগণ, বাংলাদেশ পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ডেসকো এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির শীর্ষ কর্মকর্তারা।

ঢাকা/নঈমুদ্দীন/এনএইচ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ভবন ন র ম ণ

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ