অর্থ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান ঢাকার
Published: 17th, April 2025 GMT
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যার জন্য পাকিস্তানকে সাধারণ ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। অবিভাজিত সম্পদ ফেরত দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। এর পর সন্ধ্যায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
বৈঠকে উত্থাপিত দু’দেশের অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছে পাকিস্তান। আর ঢাকা জানিয়েছে, এসব বিষয় সমাধান করার এখনই উপযুক্ত সময়।
ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের নেতৃত্বে উভয় দেশের প্রতিনিধি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বসে। শেষ হয় দুপুর ১টার পর। এর পর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন আমনা বালুচ। একই দিন তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।
গণহত্যার জন্য ক্ষমা
প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, বৈঠকে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি তুলেছে বাংলাদেশ। পাকিস্তান এ নিয়ে আলোচনা চালিয়ে যেতে আগ্রহের কথা জানিয়েছে। এ ছাড়া ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ, তবে এ নিয়ে আরও আলোচনা হবে। মুক্তিযুদ্ধের পর আটকে পড়া তিন লাখ ২৫ হাজার পাকিস্তানিকে ফেরত নেওয়ার আহ্বানও জানিয়েছে ঢাকা।
তিনি আরও বলেন, দু’দেশের মধ্যে ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি মজবুত, কল্যাণমুখী ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে পাকিস্তানের সহযোগিতা প্রয়োজন। এ জন্য একযোগে কাজ করতে হবে।
পাকিস্তানের অবস্থান সম্পর্কে জানতে চাইলে জসীম উদ্দিন বলেন, এমন বৈঠক নিয়মিত হওয়ার কথা ছিল। কিন্তু দেড় দশক পর হলো। তাই এক বৈঠকেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করছি না। তবে পাকিস্তান আলোচনায় সদিচ্ছা দেখিয়েছে।
শিল্প-বাণিজ্য-কৃষি
বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকা-ইসলামাবাদ অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ওপর জোর দিচ্ছে। পাকিস্তানের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের সুযোগ বৃদ্ধি, বাণিজ্য প্রক্রিয়া সহজ, শুল্ক বাধা দূর এবং বাংলাদেশে পাকিস্তানের বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
জসীম উদ্দিন বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বন্যা প্রতিরোধে দু’দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড.
পরিবহন
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, সম্প্রতি দু’দেশের মধ্যে সরাসরি নৌ যোগাযোগ (শিপিং রুট) চালু হয়েছে। পুনরায় সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, শিগগির বিমান যোগাযোগ চালু করা সম্ভব হবে।
গাজা ইস্যু
বৈঠকে পূর্ব এশিয়ার দুই দেশ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা ও চরম মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে তারা। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্তনের লক্ষ্যে পাকিস্তানের সমর্থনও চেয়েছে বাংলাদেশ।
শিক্ষা ও সংস্কৃতি
বৈঠকে উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সন্ধানের ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ। জসীম উদ্দিন জানান, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে সম্পর্ক জোরদারের বিষয়ও আলোচনায় এসেছে। দুই দেশের শিল্পী, চিত্রশিল্পী, সংগীতশিল্পী, লেখক ও শিক্ষাবিদদের সফরের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে উভয় পক্ষ থেকেই উৎসাহিত করা হয়েছে।
সম্পর্ক জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস পাকিস্তানের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা অনুসন্ধানে জোর দিয়েছেন। বৃহস্পতিবার আমনা বালুচ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ কথা জানান।
মুহাম্মদ ইউনূস বলেন, দু’দেশের মধ্যে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের সেগুলো অতিক্রমের উপায় খুঁজে বের করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।
এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, এপ্রিলের শেষে দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের আসন্ন সফর দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি সবসময় পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পক্ষে। বিশেষ করে সার্ক কাঠামোর মধ্যে। বাংলাদেশ ও পাকিস্তান সার্ক, ওআইসি এবং ডি-৮ এর মতো বহুপক্ষীয় ও আঞ্চলিক ফোরামে একসঙ্গে কাজ চালিয়ে যাবে।
এ সময় এসডিজি-বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ, ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ঢাকায় এসে খুশি বালুচ
পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর বালুচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এর পর তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঢাকায় এসে আমি খুশি। আলোচনা খুব চমৎকার হয়েছে। বাংলাদেশের খাবার, এখানে কেনাকাটা কেমন হয়েছে– জানতে চাইলে বলেন, ‘খুব ভালো হয়েছে’।
ইসহাক দার ঢাকায় আসছেন ২৭ এপ্রিল
ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হয়েছে। তিনি ২৭ ও ২৮ এপ্রিল ঢাকা সফর করবেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: সহয গ ত ইউন স র ওপর
এছাড়াও পড়ুন:
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষা করতে অবিলম্বে পরিপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ বুধবার ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইসরায়েল এ পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে গণহত্যা অব্যাহত রেখেছে। তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী সকলকে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
আরো পড়ুন:
ইসরায়েলি মানবাধিকার সংগঠনই বলছে, ‘গাজায় গণহত্যা চলছে’
ফিলিস্তিন সংকট সমাধান: সবার দৃষ্টি জাতিসংঘের বিশ্ব সম্মেলনে
পররাষ্ট্র উপদেষ্টা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুর্নব্যক্ত করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের একমাত্র পথ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
গাজা পুনর্গঠনে আরব পরিকল্পনাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বে গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে প্রস্তত রয়েছে। তিনি গাজায় জাতিসংঘের ত্রাণ বিতরণ কার্যক্রম বাধা দেয়ার যেকোনো প্রচেষ্টা সর্বাত্বকভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
২০২৩ সালের অক্টোবরের পর হতে গাজায় অব্যাহত ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি একাত্মতা প্রকাশ এবং একটি স্থায়ী সমাধানের পথ সুগম করতে জাতিসংঘের সদস্যদের সমর্থন পুনর্ব্যক্ত করার জন্য ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ‘জাতিসংঘ হাইলেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দ্য পিসফুল সেটেলমেন্ট অব দ্য কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অব দ্য টু-স্টেট সল্যুশন’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এই সম্মেলন আয়োজন করা হয়।
এতে বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।
ঢাকা/হাসান/ফিরোজ