সেদিন আবেগের দ্বিমুখী লড়াইয়ে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাঁদের ঘর আলোকিত করে জন্মেছে নতুন এক শিশু, কিন্তু মনে আনন্দ ছিল না। সেই নবজাতকেরই যমজ ভাই যে মারা গেছেন। মা–বাবার জন্য এমন দিন কতটা কঠিন!

রোনালদো শুধু আবেগ নয় বুকে পাথরচাপাও দিয়ে রাখতে জানেন। ২০২২ সালের সেই দিনটি পার করার পরদিন ইনস্টাগ্রামে একই সঙ্গে সুখের ও দুঃখের সংবাদটি জানিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ছেলেশিশুটি মারা গেছে। যেকোনো মা–বাবার জন্য এটাই গভীরতম দুঃখ। কিছুটা আশা এবং সুখ নিয়ে এই মুহূর্তটি পার করার শক্তি আমরা পাচ্ছি মেয়েশিশুটির জন্ম নেওয়ায়।’

আরও পড়ুনফন ডাইক কি তাহলে এখন বিশ্বের সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার৪৯ মিনিট আগে

২০২১ সালের ২৮ অক্টোবর ইনস্টাগ্রামে জর্জিনার সঙ্গে নিজের হাসিমুখের একটি ছবি এবং আলট্রাসনোগ্রামের ছবি পোস্ট করে যমজ সন্তানের অপেক্ষায় থাকার সুখবরটি জানিয়েছিলেন রোনালদো। কিন্তু ভাগ্য পুরোপুরি তাঁদের সহায় হয়নি। কন্যাশিশু বেলা সুস্থ অবস্থায় জন্ম নিলেও পুত্রসন্তান অ্যাঞ্জেল বেবিকে বাঁচানো যায়নি।

বাবা–মা হিসেবে স্বাভাবিকভাবেই দিনটি রোনালদো ও জর্জিনা কখনো ভুলতে পারবেন না। তিন বছর বয়সী বেলার জন্মদিন ছিল গতকাল। আবার এই দিনটাই অ্যাঞ্জেল বেবির মৃত্যুদিন, বেঁচে থাকলে যার বয়সও হতো তিন বছর। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এই দিনটি স্মরণ করে একটি ছবি পোস্ট করেন রোনালদো। সবুজ মাঠে বেলার সঙ্গে খুনসুটিতে মেতে ওঠার সেই ছবির ক্যাপশন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা! আমাদের ভালোবাসা সব সময়ই তোমার সঙ্গে আছে।#অ্যাঞ্জেল বেবি।’

রোনালদোর এই ক্যাপশন আসলে মিশ্র অনুভূতির। একই সঙ্গে বেলাকে তার জন্মদিনের শুভেচ্ছা কিংবা ভালোবাসা জানানোর পাশাপাশি অ্যাঞ্জেল বেবিকেও স্মরণ করেছেন বুকে পাথর বেঁধে। ক্যাপশনে যে ভালোবাসার কথা তিনি বলেছেন সেটা আসলে তাঁর এই দুই সন্তানের ক্ষেত্রে দুরকম অনুভূতির সঙ্গেই মানানসই—একটি আনন্দের আরেকটি দুঃখের।

আরও পড়ুনযাঁরা মেসিকে ‘মেসি’ বানিয়েছেন—কেমন সেই দুই কোচ১২ ঘণ্টা আগে

জর্জিনাও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে রোনালদোর সঙ্গে বেলার একটি ভিডিও পোস্ট করে শুভেচ্ছা জানান জন্মদিনের। অ্যাঞ্জেল বেবিকেও যে মনে রেখেছেন সেটা বোঝা যায় তাঁর ক্যাপশনেই, ‘আজ আমার বাচ্চাদের বয়স তিন বছর হলো। আমার সমস্ত হৃদয় দিয়ে আমি তোমাদের ভালোবাসি। বাবার সঙ্গে এই ভিডিওটি আমার অন্যতম পছন্দের। অভিনন্দন এবং আমাকে মা হিসেবে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ।’

আনন্দ–বেদনার এ দিন কাটিয়ে মাঠে সময়টা ভালো যায়নি রোনালদোর। সৌদি প্রো লিগে গতকাল রাতে আল কাদিশার কাছে ২–১ গোলে হেরেছে আল নাসর। পুরো সময় মাঠে থেকেও গোল পাননি রোনালদো। এই হারে সৌদি লিগ জয়ের দৌড়ে বড় ধাক্কাই খেল আল নাসর। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ। হাতে ৬ ম্যাচ রেখে ইতিহাদের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে তৃতীয় আল নাসর।

অ্যাঞ্জেল বেবিকে রোনালদো ও জর্জিনা প্রতিবছর স্মরণ করেন। প্রথম মৃত্যুবার্ষিকীতে এলে ম্যাগাজিনকে জর্জিনা বলেছিলেন, ‘এ বছরটা আমার জীবনের সবচেয়ে কঠিন বছর। সবচেয়ে সুখের মুহূর্ত সবচেয়ে দুঃখে পরিণত হয়েছে এবং এটা সারা জীবনই থাকবে।’

অ্যাঞ্জেল বেবিসহ রোনালদোর মোট ছয় সন্তান। ২০১০ সালে জন্ম নেয় ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রে সারোগেসির মাধ্যমে যমজ সন্তান এভা ও মাতেওয়ের বাবা হন রোনালদো। সে বছরই নভেম্বরে জর্জিনার গর্ভে জন্ম নেয় অ্যালানা। এরপর ২০২২ সালে জন্ম নেয় বেলা। সব মিলিয়ে জুনিয়ররা দুই ভাই ও তিন বোন। পরপারে পাড়ি জমানো অ্যাঞ্জেল বেবিকে ধরলে অবশ্য জুনিয়ররা ছয় ভাই–বোন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য পশন ই দ নট জন ম ন আনন দ সবচ য় ন বছর

এছাড়াও পড়ুন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।

আবেদন ফি ৪০০ টাকা

ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।

আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগে

আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।

বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর