যানজটে স্বপ্ন ভঙ্গ কুবির এক ভর্তিচ্ছুর
Published: 19th, April 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরি উপস্থিত হওয়ায় এক পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। রাস্তায় যানজটের কারণে তিনি ২১ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন বলে জানা গেছে।
ওই পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাদ। তিনি ঢাকার শ্যামলী থেকে এসেছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চলাকালে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দেশনায় রয়েছে, নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর ২১ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন। পরে হলের দায়িত্বরত শিক্ষকরা তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগী পরীক্ষার্থী সিফাত বলেন, “৫ মিনিটের বেশি হওয়ায় আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় অনেক জ্যাম ছিল। আর নারায়ণগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। তাই পরীক্ষার হলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার আর কিছু বলার নেই।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি