যানজটে স্বপ্ন ভঙ্গ কুবির এক ভর্তিচ্ছুর
Published: 19th, April 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেরি উপস্থিত হওয়ায় এক পরীক্ষার্থীকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। রাস্তায় যানজটের কারণে তিনি ২১ মিনিট পর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন বলে জানা গেছে।
ওই পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাদ। তিনি ঢাকার শ্যামলী থেকে এসেছেন। তার পরীক্ষা কেন্দ্র ছিল কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চলাকালে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন:
কুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে কুবিতে মানববন্ধন
কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্দেশনায় রয়েছে, নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। কিন্তু ওই শিক্ষার্থী পরীক্ষা শুরুর ২১ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন। পরে হলের দায়িত্বরত শিক্ষকরা তাকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগী পরীক্ষার্থী সিফাত বলেন, “৫ মিনিটের বেশি হওয়ায় আমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। রাস্তায় অনেক জ্যাম ছিল। আর নারায়ণগঞ্জ থেকে আসতে দেরি হয়ে গেছে। তাই পরীক্ষার হলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমার আর কিছু বলার নেই।”
ঢাকা/এমদাদুল/মেহেদী
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন