জাপানের প্রদর্শনীতে বেসিস প্রতিনিধিরা
Published: 23rd, April 2025 GMT
তথ্যপ্রযুক্তি খাতে এশিয়ার মর্যাদাপূর্ণ বৈশ্বিক আয়োজন ‘জাপান আইটি উইক ২০২৫’ (স্প্রিং) শুরু হয়েছে। জাপানের রাজধানীর বিখ্যাত প্রদর্শনী কেন্দ্র টোকিও বিগসাইটে বসেছে চলতি আসর। বাংলাদেশ হাইটেক পার্কের সহযোগিতায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ছয়টি সদস্য প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো.
জাপান আইটি সপ্তাহে বেসিসের সদস্য ছয়টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বাংলাদেশ প্যাভিলিয়নে নিজেদের পরিষেবা প্রদর্শন করবে। বাংলাফায়ার সল্যুশন, বিজেআইটি, ইনুমেন্ট সল্যুশন্স, টুইনফোর্চ সল্যুশন্স, ফ্রনচার টেকনোলজিস এবং রেভো ইন্টার্যাক্টিভের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে জাপান আইটি উইকে বেসিসের অংশগ্রহণ সমন্বয় করছেন বেসিস সহায়ক কমিটির সদস্য মো. রওশন কামাল জেমস।
জাপানে প্রদর্শনী প্রসঙ্গে বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, জাপান আইটি উইকের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করা সম্মানের। এমন অংশগ্রহণ স্টার্টআপ ও আইটি পরিষেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে। অন্যদিকে, বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা তুলে ধরবে বিশ্ব দরবারে।
জাপান আইটি উইকের মতো বৈশ্বিক আয়োজনে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় অর্জন। এই অংশগ্রহণ কেবল আমাদের স্টার্টআপ ও আইটি প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক সুযোগ সৃষ্টি করবে না, বরং বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার এক উজ্জ্বল সুযোগ সৃষ্টি করেছে। এতে অংশ নেওয়ায় জাপানি বিনিয়োগকারী ও অংশীদারদের কাছ থেকে বাংলদেশের ব্যবসায়িক লিড প্রাপ্তির সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে তথ্যপ্রযুক্তি সহযোগিতাকে সুদৃঢ় করবে।
জাপানের ট্রেড শোতে অংশ নেওয়া বেসিস সদস্যরা নিজেদের তথ্যপ্রযুক্তি পণ্য ও পরিষেবা সম্পর্কে অবহিত এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের ব্র্যান্ডিং করার মাধ্যমে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার কথা বলবেন। বিনিয়োগকারী ও আইসিটি সেবাদাতার মধ্যে যোগসূত্র তৈরিতে কাজ করবে জাপানের প্রদর্শনী।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫