‘আপনার মেয়েকে মেরে ফেলেছি, মৃতদেহ নিয়ে যান’
Published: 24th, April 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে স্ত্রী নাদিরা আক্তারকে (২৬) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে আমিনুল ইসলাম নিজে শ্বশুর নজরুল ইসলামকে ফোন করে বলেন, “আপনার মেয়েকে মেরে ফেলছি। এসে মরদেহ নিয়ে যান।” এরপর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে যায়।
নিহত নাদিরা আক্তার ও অভিযুক্ত আমিনুল ইসলাম দুজনেই শ্রীপুরে একটি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। তাদের পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
নাদিরার ছোট ভাই রাজিব মিয়া বলেন, “প্রতিদিনের মতো আমি সকাল ৭টার দিকে কাজে বের হই। তখন বোনের ঘরের দরজা তালাবদ্ধ পাই। ভেবেছিলাম তিনি আগেই কাজে বেরিয়ে গেছেন। কিন্তু পরে বাবা ফোন করে জানান, জামাই ফোন দিয়ে বলেছে আপাকে হত্যা করেছে। দ্রুত বাসায় ফিরে দেখি ঘরের দরজা তালাবদ্ধ, তালা ভেঙে রক্তাক্ত মরদেহ পাই।”
তিনি আরও জানান, আমিনুল ইসলামের আগেও একটি বিয়ে ছিল এবং সেই স্ত্রীকেও হত্যা করে জেল খেটেছে। এ তথ্য বিয়ের পর জানতে পারেন তারা। বিয়ের পর থেকেই নাদিরার ওপর নির্যাতন চলছিল।”
বাড়ির মালিক কামরুজ্জামান জানান, এই দম্পতি ছয় বছর ধরে তার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি ঘটনা জানার পরপরই পুলিশকে খবর দেন।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.
ঢাকা/রফিক/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ফেডারেল ইন্স্যুরেন্স
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের প্রেরণ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।
কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পায়েছেন শেয়ারহোল্ডারা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
ঢাকা/এনটি/ইভা