পিএইচডি ফেলোশিপ দিচ্ছে সরকার, গবেষকেরা মাসে পাবেন ২৫০০০
Published: 26th, April 2025 GMT
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের ফেলোশিপ দেবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএইচডি ফেলোশিপের জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি কোর্সে ভর্তিকৃত-অধ্যয়নরত গবেষকদের কাছ থেকে এ জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ১৬ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক ২৫ হাজার টাকা হারে ফেলোশিপ মিলবে। আবেদন চলছে।
আরও পড়ুনফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম, আইইএলটিএসে ৭ স্কোরে বৃত্তির আবেদন১৭ এপ্রিল ২০২৫গবেষণার অধিক্ষেত্র হলো—সামাজিক বিজ্ঞান
কলা ও মানবিক
ব্যবসায় শিক্ষা
সমুদ্রবিজ্ঞান
আইন
ভৌতবিজ্ঞান
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
বিজ্ঞান
জীববিজ্ঞান
শিক্ষা ও উন্নয়ন
চিকিৎসাবিজ্ঞান
চারু ও কারু
কৃষিবিজ্ঞান
ধর্মীয় শিক্ষা।
কুয়েটের উপাচার্য ও সহউপাচার্যকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপনআবেদনের নিয়ম ও শর্ত—গবেষকেরা অনলাইনে আবেদন করবেন
শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম বিভাগ (জিপিএ-৫ স্কেলে ৩.
ফেলোশিপের জন্য আবেদন জমার তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে
অনলাইনে আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি (সনদ ও মার্কশিট), পিএইচডি কোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের কপি, গবেষণা প্রস্তাবনা ও বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে
অনলাইনে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ (দুই সেট আবেদন) আবেদনের শেষ তারিখের মধ্যে অফিস চলাকালে সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর পাঠাতে হবে
সরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের কপি সংযোজন করতে হবে
কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন এবং যেকোনো আবেদন বিবেচনা বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত২১ এপ্রিল ২০২৫বিস্তারিত জানতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশিকাসহ অন্য বিষয় জানতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এ ছাড়া প্রার্থীরা ০১৭৭৮৯৬৪১৫৬, ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৭৩৬৩২৭৫৬২-এই হটলাইনে যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়েছে, ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান, ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান প্রদানসহ এমফিল ও পিএইচডি কোর্সে বৃত্তি এবং ফেলোশিপ প্রদান করছে। উচ্চশিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক ২৫ হাজার টাকা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হচ্ছে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি দেবে সরকার, আবেদন শুরু১৫ এপ্রিল ২০২৫আবেদন শেষ কবে৩০ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৪৯তম বিসিএস: অনলাইন আবেদন ও ফি জমাদানে পিএসসির নতুন নির্দেশনা
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর অনলাইন আবেদনপত্র পূরণ, ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তি–সংক্রান্ত নতুন একটি নির্দেশনা প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল মঙ্গলবার রাতে এ নির্দেশনা প্রকাশ করে পিএসসি।
আবেদনের প্রক্রিয়াপ্রার্থীরা বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট –এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শুরুতে প্রার্থীর এসএসসি বা সমমানের তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ডাটাবেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে প্রার্থীদের।
আরও পড়ুন৪৯তম বিসিএসের সিলেবাস প্রকাশ, পদ ৬৮৩২৪ জুলাই ২০২৫ছবি ও স্বাক্ষর আপলোডআবেদন ফরমে প্রার্থীর অনধিক তিন মাস আগে তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৩০০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ১০০ কেবি) ও স্বাক্ষর (দৈর্ঘ্য-প্রস্থ: ৩০০x৮০ পিক্সেল, ফাইল সাইজ: সর্বোচ্চ ৬০ কেবি) নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
আবেদন ফি জমা কীভাবেআবেদনপত্র সফলভাবে সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ২০০/- (দুই শত) টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০/- (পঞ্চাশ) টাকা।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২০ ঘণ্টা আগেপ্রবেশপত্র প্রাপ্তিআবেদন ফি সফলভাবে জমাদানের পর প্রার্থী একটি কনফার্মেশন এসএমএস ও পিন নম্বর পাবেন, যা প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে।
৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫–এর অনলাইন আবেদনগ্রহণ প্রক্রিয়া চলাকালীন প্রতি কার্যদিবসে সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত (অফিস চলাকালীন) 01555555149/01555555150/ 01555555151/01555555152 মোবাইলফোন নম্বরে যোগাযোগ করে কারিগরি যেকোনো ধরনের সহায়তা পাওয়া যাবে। ফরম পূরণের আনুষঙ্গিক নির্দেশনা পেতে ওয়েবসাইটের Help Tab অনুসরণ করা যাবে। এ ছাড়া ভিডিও টিউটরিয়াল থেকে ফরম পূরণের পূর্ণাঙ্গ ধাপ দেখে নেওয়া যাবে। প্রয়োজনে ই-মেইল করুন ([email protected])
* বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবস্ত্র অধিদপ্তরে বড় নিয়োগ, চাকরির সুযোগ ১৯০ জনের২৯ জুলাই ২০২৫আরও পড়ুন৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, পদ ৬৮৩ ২১ জুলাই ২০২৫