সাতক্ষীরা সদর হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের এক নেতার নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৩ মে) বেলা ১১টার দিকে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। হামলায় এক চিকিৎসক আহত হয়েছেন। সেই সঙ্গে চেয়ার, টেবিল, গ্লাসসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। অভিযুক্ত সোহেল আহমেদ মানিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি।

স্বাস্থ্যকর্মীরা জানান, সকালে শাহিনুর রহমান নামের এক রোগীকে জরুরি বিভাগে আনা হয়। কিন্তু, সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তারা স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়ান। একপর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আহত করা হয় ঢাকা থেকে আগত এক চিকিৎসককে। হামলার সময় হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফয়সাল আহমেদ বলেন, ‘‘স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে জরুরি বিভাগে হামলা চালানো হয়েছে। এতে ঢাকা থেকে আগত এক চিকিৎসক আহত হয়েছেন।’’

আরো পড়ুন:

দাওয়াত খেতে গিয়ে হামলার শিকার জেলা আ.

লীগ নেতা 

মধ্যরাতে রাবি রেজিস্ট্রারের বাসায় ককটেল হামলা

জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম বলেন, ‘‘হামলাকারীরা এক চিকিৎসক রক্তাক্ত করেছেন। এছাড়া, স্টাফদেরও মারধর করা হয়েছে।’’

তবে, অভিযোগ নাকচ করেছেন সোহেল আহমেদ মানিক। তিনি বলেন, ‘‘যথাযথ চিকিৎসা না পেয়ে এক রোগীর স্বজনেরা হামলা চালিয়েছে। আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই।’’

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘‘এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/শাহীন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স হ ল আহম দ ম ন ক এক চ ক ৎসক

এছাড়াও পড়ুন:

গাইবান্ধায় পল্লিচিকিৎসককে অপহরণের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

সম্পর্কিত নিবন্ধ