নারায়ণগঞ্জ সিটি পার্কে ছুরিকাঘাতে মাদক কারবারির মৃত্যু
Published: 15th, May 2025 GMT
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে জিমখানায় ছুরিকাঘাতে শাহাদাত (৩২) নামে এক মাদক কারবারির হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ। এরআগে বুধবার দিবাগত রাত ১১টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা মাদককারবারের দ্বন্দ্বের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়। সে শহরের নতুন জিমখানা এলাকার ৩ নম্বর গলির মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সিটি পার্কের ভেতরে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব যবস য় ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ ক রব র র
এছাড়াও পড়ুন:
'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ
জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।
উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।