সামাজিক সংগঠন ‘শিকড়ের সন্ধানে’-এর উদ্যোগে ঢাকাস্থ দশ নম্বর বগুড়া ইউনিয়নবাসীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীতে বৃহত্তর যশোর জেলা সমিতি অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ ঝিনাইদহ জেলাভিত্তিক সামাজিক সংগঠনটি।

সংগঠনের প্রধান উপদেষ্টা সাইফুল আলম, সাবেক নির্বাচন কমিশনার ও জেলা দায়রা জজ ঢাকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী আতিকুর রহমান আতিক, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সাবেক মহাব্যস্থাপক (এমটিম) শাহাজালাল সার কারখানা লিমটেড, সিলেট।

সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিষ্টার এ জেড এম নুরুল আমিন নিলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাদী লিপ্টন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন খান, ফিরোজ মৃধা, খন্দকার আতিকুজ্জামান শাহীন, জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট কাজী শিপু, সোহেল খান প্রমুখ।

সভায় বক্তরা বলেন, ঢাকাস্থ দশ নম্বর বগুড়া ইউনিয়নবসীর প্রথম স্বপ্ন আজ পূরণ হলো। আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণে সংগঠনটি স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সম্প্রতি, খেলাধুলা, বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন উপহার দিতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ২৭ শহীদকে শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়। এছাড়া সংগঠনের ব্যানারে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

এছাড়া অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আতিকুর রহমান আতিককে আহ্বায়ক ও খন্দকার আতিকুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ঢাকা/হাসান/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অন ষ ঠ ন স গঠন

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম সচল করার পর তিন জেলায় তিন নেতার পদত্যাগ
  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের