ভোক্তার জন্য সর্বোৎকৃষ্ট মানের কসমেটিকস, স্কিন কেয়ার ও হোম কেয়ার পণ্য উৎপাদন প্রক্রিয়া সরাসরি দেখলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। 

শনিবার (১৭ মে) ভোক্তা অধিকার মহাপরিচালক মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি লিমিটেডের বিশ্বমানের সর্বাধুনিক ফ্যাক্টরি ঘুরে দেখেন তিনি।

দেশে উৎপাদিত বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর মানসম্মত প্রসাধন সামগ্রী উৎপাদন, মান নিয়ন্ত্রণ, সংরক্ষণ ও সামগ্রীক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন ভোক্তা ডিজি।

এর আগে সকালে রিমার্ক এইচবির ফ্যাক্টরিতে পৌঁছুলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোক্তা অধিকার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানকে অভ্যর্থনা জানান। এ সময় তার সঙ্গে ছিলেন সংস্থার কার্যক্রম ও গবেষণাগার বিভাগের পরিচালক  ফকির ‍মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

অভ্যর্থনা শেষে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া রিমার্কের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ভোক্তা অধিকার মহাপরিচালককে ব্রিফিং করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে উচ্চপ্রযুক্তি (হাইটেক) ব্যবহারের মধ্যে দিয়ে রিমার্কের আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ব সেরা ব্র্যান্ডগুলোর বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী উৎপাদন প্রক্রিয়া, সংরক্ষণ ও সামগ্রিক ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি সরেজমিন ঘুরে দেখেন এবং প্রশংসা করেন।

অথেনটিক পণ্য উৎপাদন, সংরক্ষণ ও মোড়কজাত প্রক্রিয়া দেখে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা যাতে নকল ও ভেজাল পণ্য সহজে চিহ্নিত করতে পারেন সে বিষয়ে যৌথ পদক্ষেপ গ্রহণের প্রয়োজনিয়তা এ সময় তুলে ধরা হয়। এ বিষয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক।

আলীম আখতার খান বলেন, ভোক্তার জন্য দেশে বিশ্বমানের যে পণ্য উৎপাদন হচ্ছে, সত্যিই এটি গর্ববোধ করার মতো। তবে এটি স্বার্থক হবে যদি ভোক্তারা সচেতন হয়ে অথেনটিক পণ্য ব্যবহার করেন। এ ক্ষেত্রে পণ্যের দাম যেন নাগালে থাকে সেদিকেও লক্ষ্য রাখার আহ্বান জানান ভোক্তা মহাপরিচালক।

রিমার্ক এলএলসি ইউএসএ এর এফিলিয়েটেড রিমার্ক এইচবি’র ব্র্যান্ড নিওর, লিলি, ব্লেইজ ও স্কিন, হারল্যান, অরিক্স, টাইলক্স, সানবিট, একনল, সিওডিল ব্র্যান্ড ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

তারা//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ম র ক এইচব প রক র য়

এছাড়াও পড়ুন:

থাইল্যান্ডের মেলায় ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল রিমার্ক

থাইল্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫ এ অংশ নিয়ে প্রায় ৩ মিলিয়ন বা ৩০ লাখ মার্কিন ডলারের প্রসাধনী ও ত্বক পরিচর্যার পণ্য রপ্তানির আদেশ পেয়েছে বাংলাদেশের রিমার্ক এইচবি লিমিটেড। প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন দেশের কোম্পানিগুলো রিমার্কের উৎপাদিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোর পণ্যের ডিস্ট্রিবিউটর তথা পরিবেশক হওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাজারগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, রাশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, চীন ও ভারত। প্রদর্শনীটিতে স্বাগতিক থাইল্যান্ডসহ ২৭টি দেশের ১৭০টি কোম্পানি অংশ নেয়। রিমার্ক এইচবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কুইন সিরিকিট ন্যাশনাল কনভেনশন সেন্টারে গত ২৫-২৭ জুন ‘কসমোপ্রফ (সিবিই আশিয়ান)-২০২৫’ শীর্ষক তিন দিনের এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

রিমার্কের ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিটের প্রধান রাশেদুল ইসলাম জানান, তাঁরা বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ধরনের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য মেলায় প্রদর্শন করেন। মেলায় রিমার্কের স্টল ঘিরে ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ছিল।

এ নিয়ে রিমার্ক এইচবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল আম্বিয়া বলেন, ‘সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ রিমার্ক এইচবির উৎপাদন প্রক্রিয়া সিজিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস সার্টিফিকেট) এবং আইএসও স্বীকৃত, যা নিশ্চিত করে যে আমাদের সব পণ্য সর্বোচ্চ গুণগত ও নিরাপত্তা মানদণ্ড অনুসারে তৈরি করা হয়। এই উৎকর্ষতার প্রতিশ্রুতি রিমার্ক এইচবিকে বাংলাদেশের কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পে শীর্ষস্থানীয় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি আমরা দেশের শিল্প খাতের সর্বোচ্চ সম্মাননা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছি।’

সম্পর্কিত নিবন্ধ

  • থাইল্যান্ডের মেলায় ৩০ লাখ ডলারের রপ্তানি আদেশ পেল রিমার্ক