২০২৪ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বোর্ডসেরা শিক্ষার্থীদের জন্য নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছে সরকার। পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই) স্কিমের আওতায় ‘উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার’ ও ‘উচ্চমাধ্যমিক সমাপনী পুরস্কার’ দেবে সরকার। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে যথাক্রমে ১০ হাজার ও ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। এই টাকা সরাসরি শিক্ষার্থীদের নিজ নামে খোলা অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ২০২৪ সালে অনুষ্ঠিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বোর্ড অনুযায়ী সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের তালিকা ১১টি শিক্ষা বোর্ড থেকে সংগ্রহ করা হয়েছে। এ তালিকা উপজেলাভিত্তিকভাবে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ই–মেইলে পাঠানো হয়েছে।

তালিকাভুক্ত শিক্ষার্থীদের ২৫ মের মধ্যে নিজ উপজেলা বা আশপাশের যেকোনো অগ্রণী ব্যাংক শাখায় গিয়ে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে। তবে যাদের এরই মধ্যে অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তাদের নতুন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। সে ক্ষেত্রে পুরোনো অ্যাকাউন্ট নম্বর ব্যাংকের সংশ্লিষ্ট সফটওয়্যারে আপডেট করতে হবে, পিবিজিএসআই স্কিমের আওতায়। পুরস্কারের টাকা পেতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রবেশপত্র বা নম্বরপত্র ব্যাংকে জমা দিতে হবে। যারা আগের অর্থবছরে অ্যাকাউন্ট না খোলার কারণে পুরস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে, তাদের জন্যও এবারের সুযোগ প্রযোজ্য। প্রতিটি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করবেন। নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্ট খোলার পর শিক্ষার্থীর অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরসহ হার্ডকপি ২৯ মের মধ্যে শিক্ষা ভবনের ৭০৮ নম্বর কক্ষে জমা দিতে হবে। একই সঙ্গে সফট কপি পাঠাতে হবে ই–মেইলে [email protected] ঠিকানায়।

আরও পড়ুনসাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে১২ ঘণ্টা আগে

এ ছাড়া পুরস্কার দেওয়ার এই উদ্যোগ সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় পরিচালিত হচ্ছে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনব্র্যাক বিশ্ববিদ্যালয়-মেডিকেল শিক্ষার্থীদের দেবে বৃত্তি, লিখতে হবে ২৫০ শব্দের অনুচ্ছেদ২২ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামী উন্নয়ন ব্যাংকের ওয়াইপিপি প্রোগ্রাম, আরবি অথবা ফরাসি ভাষায় দক্ষতায় বাড়তি সুযোগ০৩ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ক উন ট কর মকর ত প রস ক র উপজ ল

এছাড়াও পড়ুন:

পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত

পুরান ঢাকার মাকুরশাহ মাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মোরশেদ আলম তানিম (১৮) নামে এক শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তানিম এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে নাজিম উদ্দিন রোডের মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হন তিনি। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের বাবা তারেক ফিরোজ আলম জানান, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে মাকুরশাহ মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত হয় ছেলে তানিম। পথচারীরা সেখান থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকেলে আবার অসুস্থ হয়ে পড়ে সে। দ্রুত তাকে ঢামেক ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সাড়ে ৫টার দিকে মারা যায়।

তিনি জানান, আহতাবস্থায় তানিমের কাছ থেকে জানতে পারি, সোমবার রাতে বাসায় ফেরার সময় মাজারের সামনে পৌঁছালে দুই ছিনতাইকারী তার গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে মোবাইল না দিলে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

তানিমের বাবা জানান, তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুরার বামনী গ্রামে। বর্তমানে বংশালে নূর বক্সলেন এলাকায় থাকেন। তানিম বংশাল আহমেদ বাওয়ানী স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুই বোন এক ভাইয়ের মধ্যে তানিম ছিল বড়। গ্রামের বাড়িতেই তাকে দাফন করা হবে।

ঢাকার চকবাজার থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সোমবার রাতে মাজার এলাকায় ছুরিকাঘাতে আহত শিক্ষার্থী মারা গেছে বলে জানালে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এবিষয়ে কোনো মামলা হয়নি এখনও। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

সম্পর্কিত নিবন্ধ

  • থানা-হাইওয়ে পুলিশের ঠেলাঠেলিতে ৯ ঘণ্টা সড়কে পড়ে ছিল লাশ
  • বিয়ের তথ্য গোপন করে এসআই, নিয়োগ বাতিল
  • এসএসসির ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে
  • তারেক রহমানের চাচাত ভাই পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার
  • ভিডিও ভাইরালের পর পরশুরাম থানার এসআই বললেন, ‘পকেট থেকে টাকা বের করে দেখিয়েছি’
  • মুরাদনগরে ধর্ষণের মামলা: চার আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর
  • ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড
  • পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
  • পুরান ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত
  • বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাবনার আশিক-গৌরব-ধ্রুব