আন্দোলন শেষে ক্লাস পরীক্ষায় শিক্ষার্থীরা, প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
Published: 19th, May 2025 GMT
তিন দিন আন্দোলনের অচলাবস্থা শেষে দাবি আদায়ে আশ্বাস পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাভাবিক ক্লাস-পরীক্ষায় ফিরে এসেছে। আজ রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, চলমান ক্লাস, সেমিস্টার ফাইনাল, মিডটার্মসহ প্রশাসনিক কাজ পূর্ণোদ্যমে পুনরায় চালু হয়েছে। বেশ কিছু বিভাগের পরীক্ষার তারিখ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পেছানো হলেও, তবে ক্লাস চালু ছিল। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, প্রকৌশল দপ্তর এবং পরিবহন পুলে কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিনের মতো কাজ করতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ষষ্ঠ তলায় আইন অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অফিসগুলোতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া ও একাডেমিক কাগজপত্র জমা দিতে দেখা যায়। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করা যায়।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, শহীদ মিনার, অবকাশ ভবন, শান্ত চত্বর ও ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের সমাগম ছিল। শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে ইনডোর গেমসে শিক্ষার্থীদের খেলতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, দ্বিতীয় গেট, চারুকলা অনুষদের গেট ও পোগোজ স্কুলের মাঠে শিক্ষার্থীদের সমাগম ছিল।
আরও পড়ুনএবার ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচি ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের১৩ ঘণ্টা আগেপ্রতিদিনের মতো একই চিত্র দেখা যায় বিশ্ববিদ্যালয়ের চক্রাকার বাসে। বিকেলের পালায় বিশ্ববিদ্যালয় থেকে নির্দিষ্ট গন্তব্য ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের বাসে ভিড় দেখা যায়। শিক্ষক-শিক্ষার্থীদের বাসগুলো নির্দিষ্ট সময় অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়।
গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ তিন দিনের তীব্র আন্দোলন শেষে ক্লাসে এসেছি। আমাদের আন্দোলন প্রায় সফল। দ্রুত সময়ের মধ্যে আমরা ক্লাসে ফিরে এসেছি, এটাই আমাদের জন্য ভালো হয়েছে। আগের মতো নিয়মিত ক্লাস চলছে, বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষাও নেওয়া হয়েছে।’
আরও পড়ুনসাত কলেজের জন্য প্রশাসক, প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে১৩ ঘণ্টা আগেপ্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তির প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২২ জুন থেকে শুরু হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক রেজাউল করিম। তিনি আরও বলেন, ‘আমাদের আন্দোলন সফল হয়েছে এবং শিক্ষার্থীরা ক্লাসরুমে ফিরে এসেছে। প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় পরিচালিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে, এটি আমাদের বড় অর্জন। শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।’
উপাচার্য বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস আগামী ২২ জুন ২০২৫ তারিখ থেকে শুরু হবে।
আরও পড়ুনবিশ্ববিদ্যালয় শিক্ষকের চ্যাটজিপিটি ব্যবহার, ক্ষুব্ধ শিক্ষার্থী ফেরত চাইলেন টিউশন ফি১৮ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ জ ন আম দ র পর ক ষ
এছাড়াও পড়ুন:
দেশে বেকার ২৬ লাখ ১০ হাজার জন
বাংলাদেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার বেড়ে হয়েছে ২৬ লাখ ১০ হাজার জন।
রবিবার (১৮ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপ থেকে এ তথ্য জানা গেছে।
জরিপের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ও তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার।
২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার ছিল ২৫ লাখ ৫০ হাজার জন। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ। অন্যদিকে, ২০২৩ সালে ছিল ৪ দশমিক ১৫ শতাংশ।
শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশের শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও কমেছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, বেকার মূলত তারাই, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং এক মাস ধরে কাজ খুঁজেছেন, কিন্তু মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি। বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে।
ঢাকা/হাসান/রফিক