নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে দুই দালালকে আটক করে ভ্রামমান আদালত দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও, পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

উক্ত দোকানসমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.

তারিকুল ইসলাম জানান, অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশেপাশে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হয় এবং দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারার আওতায় দুইজন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং উভয়জনকে এক হাজর টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি, একটি পাসপোর্ট জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এই রকম অভিযান পরিচালিত হবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার (৪ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলোনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ভূইগর সোনালী সংসদ খেলার মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইঘর বাসস্যান্ডে এসে শেষ হয়। 

এসময় মেহেদি হাসান দোলোন আওয়ামী লীগের সংশ্লিষ্ট দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে। যারা ভূমিদস্যুতা ও মাদকের পেছনে আছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

আজকের এই সমাবেশ আয়োজন করা হয়েছে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, নব্য বিএনপি বিরুদ্ধে ও আওয়ামীলীগের গ্রেপ্তারের দাবিতে। ৫ আগষ্ট আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি। কিন্তু এখনো আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ পাইনি। তারা বিভিন্নভাবে বিভিন্ন  দলে মিশে গেছে। আমরা প্রশাসনের কাছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তারে দাবি জানাই।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ১নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব পালিত
  • ১৩ নং ওয়ার্ডে আওয়ামী লীগের অনেক দোসর রয়েছে : টিপু
  • ১৩নং ওয়ার্ড বিএনপি'র সদস্য ফরম বিতরণ 
  • দেশের কল্যানে ঐক্যবদ্ধ হাওয়ার কোন বিকল্প নেই : মাও. জব্বার
  • আওয়ামী লীগ ‘দিন বদলের অঙ্গীকার’ করলেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছে: বদিউল আলম
  • নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
  • ভারতীয় নাগরিক নয়, খুনি হাসিনাকে পুশব্যাক করুন : সানি
  • শহীদদের স্মরনে পথ শিশুদের মাঝে জামায়াতে ইসলামী খাবার বিতরণ
  • ফতুল্লায় আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ