নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ২ দালাল আটক, দণ্ড
Published: 20th, May 2025 GMT
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসারে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা হতে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দুই দালালকে আটক করে ভ্রামমান আদালত দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও, পাসপোর্ট অফিসের সামনে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
উক্ত দোকানসমূহকে অপসারণের জন্য এক সপ্তাহের সময়সীমা নির্ধারণ করে নির্দেশ প্রদান করা হয়। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের সহায়তায় একটি অস্থায়ী টিনের দোকান ভেকু (ভ্যাকুয়াম এক্সক্যাভেটর) ব্যবহার করে অপসারণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.
তিনি আরও বলেন, জেলা প্রশাসনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নাগরিকসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে ভবিষ্যতেও এই রকম অভিযান পরিচালিত হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজল মিয়া (২০) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।
গত শুক্রবার (১৬ মে) রাতে নিহতের মা রুনা বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।
সোমবার (১৯ মে) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “নিহত সজলের মা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।”
আরো পড়ুন:
সাম্য হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জাবি ছাত্রদলের
১৫৫ টাকার জন্য হত্যা, যুবকের যাবজ্জীবন
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন - সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৩), সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (৬৪), নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান (৩৭), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানসহ (৪৫) ৬২ জন। মামলায় নাম না জানা আসামি করা হয়েছে ১০০-১৫০ জনকে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সজল মিয়া আন্দোলনকারীদের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে অবস্থান নেন। এসময় আসামিদের ছোঁড়া গুলি সজল মিয়ার পেটে লাগে। ঘটনাস্থলে থাকা কয়েকজন তাকে চিটাগাংরোডের সুগন্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/অনিক/মাসুদ