পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেছে ডিএনসিসি।

বুধবার (২১ মে) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ মে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমানকে ফোন করে নূর তার পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার জন্য অনুরোধ করেন। প্রকৌশলী আরিফুর রহমান তখন নূরকে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কোনো নিয়োগ বা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনগত ব্যাখ্যা সত্ত্বেও নূর চাপ প্রয়োগ করে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন এবং তা না মানলে নগর ভবনের দরজায় তালা লাগানোর হুমকি দেন। এর পরদিন ২০ মে মঙ্গলবার বিকেল ৩টার দিকে নূরের নেতৃত্বে কিছু লোক গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে এসে বিক্ষোভ শুরু করে। ‘গণঅধিকার পরিষদ’ ব্যানারে এই বিক্ষোভ চলাকালে ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এর ফলে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়।

ডিএনসিসি কর্তৃপক্ষ একে ‘সাংবিধানিক প্রক্রিয়া ও নাগরিক সেবার বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।

এ অভিযোগের বিষয়ে নুরুল হক নূরের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর পছন দ র ঠ ক দ র ড এনস স

এছাড়াও পড়ুন:

নুরু-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্রুত বিচার আইনের এ মামলায় প্রধান আসামি করা হয়েছে গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে। 

মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক এমএ জলিল বলেন, গত ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মী নগরে ফকিরবাড়ি সড়কে জাপার কার্যালয় ভাঙচুর করেন। ঘটনার পর দলটির নেতাকর্মী থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। গতকাল বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। 

জলিল জানান, বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। এ সময়ে দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি কাগজপত্র গ্রহণ করেন। মামলায় নুর, রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পদাক এইচএম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জন নামধারী ও অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। 

তবে কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান গতকাল রাত ৮টায় সমকালকে জানান, জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র তিনি পাননি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাবেন।

গত ৩১ মে নগরীতে জাপার মিছিলে হামলা করে গণঅধিকার পরিষদ। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেদম মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ
  • জিএম কাদেরকে গ্রেপ্তারসহ জাপার কার্যক্রম নিষিদ্ধের দাবি রাশেদ খাঁনের
  • নুরু-রাশেদের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ