তখন কলেজের ছাত্রী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। কলেজ ছুটি। ঘুমিয়েই কাটিয়ে দিতেন অনেকটা সময়। সে রকম একদিন ঘুম থেকে উঠেই দরজা খুলতে গিয়ে তিনি চমকে ওঠেন। দরজা বাইরে থেকে আটকে রাখা। শুরুতে এমনটা দেখে ঘাবড়ে যান।

প্রায় ১৫ মিনিট ডাকাডাকির পর দরজা খোলা হলে তিনি চমকে যান। সেদিন ছিল অর্ষার জন্মদিন। বন্ধুরা পুরো বাড়ি সাজিয়ে, কেক এনে জন্মদিনে চমকে দেন। এখনো বিশেষ এই দিনের কথা ভোলেন না এই অভিনেত্রী। আজ ২১ মে এই অভিনেত্রীর জন্মদিন। দিনটি নিজের মতো করে কাটাতেই তিনি পছন্দ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই আলাদা অর্ষা। সবার মতো ভবিষ্যতে এটা করতে হবে, সেটা করতে হবে, এমন পরিকল্পনায় বিশ্বাসী নন এই অভিনেত্রী। তিনি নিজের মতোই করেই সবকিছু করতে পছন্দ করেন। ‘আমি কোনো পরিকল্পনা করে এগোতে চাই না। আমি যা অর্জন করেছি, তাতেই আমি খুশি। আমি কোনো কিছু নিয়েই হতাশ নই। আমি কারও সঙ্গে কাজ নিয়ে তুলনা করি না,’ এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন অর্ষা।

নাজিয়া হক অর্ষা। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ