তখন কলেজের ছাত্রী অভিনেত্রী নাজিয়া হক অর্ষা। কলেজ ছুটি। ঘুমিয়েই কাটিয়ে দিতেন অনেকটা সময়। সে রকম একদিন ঘুম থেকে উঠেই দরজা খুলতে গিয়ে তিনি চমকে ওঠেন। দরজা বাইরে থেকে আটকে রাখা। শুরুতে এমনটা দেখে ঘাবড়ে যান।

প্রায় ১৫ মিনিট ডাকাডাকির পর দরজা খোলা হলে তিনি চমকে যান। সেদিন ছিল অর্ষার জন্মদিন। বন্ধুরা পুরো বাড়ি সাজিয়ে, কেক এনে জন্মদিনে চমকে দেন। এখনো বিশেষ এই দিনের কথা ভোলেন না এই অভিনেত্রী। আজ ২১ মে এই অভিনেত্রীর জন্মদিন। দিনটি নিজের মতো করে কাটাতেই তিনি পছন্দ করেন।

দীর্ঘ ক্যারিয়ারে একেবারেই আলাদা অর্ষা। সবার মতো ভবিষ্যতে এটা করতে হবে, সেটা করতে হবে, এমন পরিকল্পনায় বিশ্বাসী নন এই অভিনেত্রী। তিনি নিজের মতোই করেই সবকিছু করতে পছন্দ করেন। ‘আমি কোনো পরিকল্পনা করে এগোতে চাই না। আমি যা অর্জন করেছি, তাতেই আমি খুশি। আমি কোনো কিছু নিয়েই হতাশ নই। আমি কারও সঙ্গে কাজ নিয়ে তুলনা করি না,’ এক সাক্ষাৎকারে প্রথম আলোকে বলেছিলেন অর্ষা।

নাজিয়া হক অর্ষা। ছবি: ফেসবুক.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিরিজ হারকে ‘জীবনের অংশ’ বললেন লিটন

এমন কিছুর কথা সপ্তাহখানেক আগেও নিশ্চয়ই ভাবেননি লিটন দাস। ভাবার অবশ্য সুযোগও ছিল না, তখনো যে সিরিজটা ছিল দুই ম্যাচের। পাকিস্তান সিরিজ পিছিয়ে যাওয়ায় শারজায় এক ম্যাচ বাড়িয়ে আমিরাতের বিপক্ষে সিরিজটা করা হয় তিন ম্যাচের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারার পর কাল সেই বাড়তি ম্যাচটাও হেরে বাংলাদেশ আমিরাতের কাছে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টিতে নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই এমন লজ্জার মুখে পড়তে হলো লিটন দাসকে।

যুক্তরাষ্ট্রের পর এ নিয়ে দ্বিতীয়বার কোনো সহযোগী সদস্য দেশের কাছে টি-টোয়েন্টিতে সিরিজ হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হারার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক সিরিজ নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে বলেছেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ। যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাঁদের কৃতিত্ব দিতে হবে।’

সিরিজের তৃতীয় টি–টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

সম্পর্কিত নিবন্ধ