জিতলে শীর্ষ দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে ম্যাচটা বেঙ্গালুরু হেরে গেছে। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ২৩১ রান। তাড়া করতে নেমে বেঙ্গালুরু অলআউট হয়েছে ১৮৯ রানে।
৪২ রানের হারে বেঙ্গালুরু সমর্থকেরা চাইলে বিরাট কোহলি ‘দোষ’ দিতে পারেন। আক্ষরিক অর্থে নয়, মজার ছলে। এই ম্যাচে কোহলি ফিফটি করলে তো বেঙ্গালুরুকে হারতে হতো না!
এবারের আইপিএলে আজকের ম্যাচটির আগে চার বার রান তাড়ায় ব্যাট করেছেন কোহলি। এই চার ম্যাচে করেছেন কলকাতার বিপক্ষে ৩৬ বলে ৫৯*, রাজস্থানের বিপক্ষে ৪৫ বলে ৬২, পাঞ্জাবের বিপক্ষে ৫৪ বলে ৭৩* আর দিল্লির বিপক্ষে ৪৭ বলে ৫১। অর্থাৎ, রান তাড়ায় ব্যাট করা চার ম্যাচেই ফিফটি করেছিলেন কোহলি। চারটিতেই জিতেছিল বেঙ্গালুরু।
আজ হায়দরাবাদের বিপক্ষেও পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কোহলি। ২৪ বলে ৭ চার ১ ছয়ে তুলে ফেলেছিলেন ৪৩ রান। কিন্তু হার্শ দুবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলে থামতে হয় ফিফটির আগেই। কোহলির আউটটি ছিল তাঁর দলের প্রথম উইকেট। তবে আগের ম্যাচগুলোয় রান তাড়ায় দলকে পার করিয়েছেন যিনি, তাঁর বিদায়েই যেন এবার খেই হারিয়ে ফেলে পুরো দল।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়