জিতলে শীর্ষ দুইয়ে থাকা অনেকটাই নিশ্চিত—এমন সমীকরণ নিয়ে আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে ম্যাচটা বেঙ্গালুরু হেরে গেছে। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ২৩১ রান। তাড়া করতে নেমে বেঙ্গালুরু অলআউট হয়েছে ১৮৯ রানে।

৪২ রানের হারে বেঙ্গালুরু সমর্থকেরা চাইলে বিরাট কোহলি ‘দোষ’ দিতে পারেন। আক্ষরিক অর্থে নয়, মজার ছলে। এই ম্যাচে কোহলি ফিফটি করলে তো বেঙ্গালুরুকে হারতে হতো না!

এবারের আইপিএলে আজকের ম্যাচটির আগে চার বার রান তাড়ায় ব্যাট করেছেন কোহলি। এই চার ম্যাচে করেছেন কলকাতার বিপক্ষে ৩৬ বলে ৫৯*, রাজস্থানের বিপক্ষে ৪৫ বলে ৬২, পাঞ্জাবের বিপক্ষে ৫৪ বলে ৭৩* আর দিল্লির বিপক্ষে ৪৭ বলে ৫১। অর্থাৎ, রান তাড়ায় ব্যাট করা চার ম্যাচেই ফিফটি করেছিলেন কোহলি। চারটিতেই জিতেছিল বেঙ্গালুরু।

আজ হায়দরাবাদের বিপক্ষেও পঞ্চাশের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন কোহলি। ২৪ বলে ৭ চার ১ ছয়ে তুলে ফেলেছিলেন ৪৩ রান। কিন্তু হার্শ দুবের বলে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিলে থামতে হয় ফিফটির আগেই। কোহলির আউটটি ছিল তাঁর দলের প্রথম উইকেট। তবে আগের ম্যাচগুলোয় রান তাড়ায় দলকে পার করিয়েছেন যিনি, তাঁর বিদায়েই যেন এবার খেই হারিয়ে ফেলে পুরো দল।

বিস্তারিত আসছে.

..।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হবিগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য নিচে নামেন দুই শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মারা যান তারা। এ ঘটনায় আহত হয়েছেন ভবন নির্মাণের ঠিকাদার।

আরো পড়ুন:

নালা থেকে উদ্ধার করা সেই শিশুকে বাঁচানো যায়নি 

মিরসরাইয়ের মেলখুম ট্রেইলে ২ তরুণের মৃত্যু 

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, ‘‘সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ