হোয়াটসঅ্যাপ গ্রুপে যুবকের সঙ্গে পরিচয়। এরপর সখ্যতা। করেন ছবি আদান-প্রদান। এরপর সেই ছবি এডিট করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মাত্র আড়াই মাসে হাতিয়ে নেন ২১ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ ৬০ হাজার টাকা। পরে একাদশ শ্রেণিতে পড়ুয়া তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের চকবাজার বালি আর্কেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তরুণীর কাছ থেকে হাতিয়ে নেওয়া ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও বাকি স্বর্ণালঙ্কার বিক্রির ৫ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাফায়েত উল্লাহ আকাশ (১৯) সাতকানিয়া থানার দেওদিঘী উত্তর মাদার্শা এলাকার সিকদার বাড়ির মজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মাত্র আড়াইমাস আগে নগরের কলেজ পড়ুয়ার ওই তরুণীর সঙ্গে আকাশের পরিচয় হয়। তরুণীর কাছ থেকে ছবি নিয়ে তা এডিটের মাধ্যমে অশ্লীল ও আপত্তিকরভাবে উপস্থাপন করেন আকাশ। এরপর ওই তরুণীর কাছ থেকে ২ লাখ টাকা দাবি করেন। নয়তো ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। মা-বাবার অজান্তে ওই তরুণী বিভিন্ন দফায় মায়ের ২১ ভরি স্বর্ণালঙ্কার আকাশকে দেন। পরে আরও ২ লাখ টাকা দাবি করলে ওই তরুণী কয়েক দফায় ১ লাখ ৬০ হাজার টাকা দেন। পরে বিষয়টি তরুণীর মা-বাবা জানতে পেরে পুলিশের সহায়তা নেন।

নগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) আলমগীর হোসেন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করেছে। তরুণীর কাছ থেকে হাতিয়ে নেওয়া  স্বর্ণালঙ্কার ও স্বর্ণালঙ্কার বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন তারকা যুগল

বলিউড তারকা যুগল রাজকুমার রাও-পত্রলেখা। প্রায় এক যুগ প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০২১ সালের ১৫ নভেম্বর সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন। এ দম্পতির জীবন আরো আনন্দময় করতে আসছে নতুন অতিথি। অর্থাৎ বাবা-মা হতে যাচ্ছে রাজকুমার-পত্রলেখা। 

বুধবার (৯ জুলাই) ইনস্টাগ্রাম একটি কার্ড পোস্ট করে বাবা-মা হতে যাওয়ার যৌথ ঘোষণা দেন রাজকুমার-পত্রলেখা। এ কার্ডে লেখা রয়েছে, “সন্তান আসছে।” ক্যাপশনে লেখেন— “উচ্ছ্বসিত।” এরপর থেকে ভক্ত-অনুরাগী, সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।  

তৃপ্তি দিমরি লেখেন, “অভিনন্দন।” সোহা আলী খান লেখেন, “অভিনন্দন। আনন্দের খবর। আর অপেক্ষা করতে পারছি না।” কীর্তি সুরেশ লেখেন, “অভিনন্দন।” বরুণ ধাওয়ান লেখেন, “অভিনন্দন।” তাছাড়াও অভিনেত্রী ভূমি পেডনেকার, সোনাক্ষী সিনহা, সোনম কাপুর, এশা গুপ্তা, রাকুল প্রীত সিং প্রমুখ।  

আরো পড়ুন:

শতকোটি ব্যয়ের সিনেমার আয় ১ হাজার কোটি ছাড়িয়ে

রাজকুমার-শ্রদ্ধার সিনেমার জয়রথ চলছেই

দিবাকর বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘লাভ সেক্স আউর ধোঁকা’ সিনেমায় প্রথমবার রাজকুমারকে দেখেন পত্রলেখা। সিনেমায় দেখে পত্রলেখা ভেবেছিলেন, নেতিবাচক চরিত্রের এই অভিনেতা বাস্তবেও একই রকম। ২০১৩ সালে ‘সিটি লাইটস’ সিনেমার জন্য রাজকুমার রাওয়ের বিপরীতে পত্রলেখাকে ভাবা হয়। এরপর রাজকুমারের সঙ্গে দেখা করতে যান পত্রলেখা, সঙ্গে নিয়ে যান তার বড় বোনকে। 

পত্রলেখা পরে অবাক হয়ে দেখেন মোটেও খারাপ মানুষ নন রাজকুমার। একেবারে অন্য এক মানুষ। উপলদ্ধি করতে পারেন, রাজকুমার ভালো অভিনয়শিল্পী। তারপর কয়েক দিন হোয়াটসঅ্যাপে মেসেজ আদান-প্রদান চলে। এভাবে কখন যে প্রেমটা হয়ে যায়, তা কেউই বলতে পারেন না। সর্বশেষ ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন এই যুগল। 

২০২৫ সাল রাজকুমারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা চলে। একদিকে যেমন ‘মালিক’ সিনেমায় অন্যরকম ভূমিকায় দেখা যাবে তাকে, তেমনই আবার চলতি বছরেই ঘোষণা হয়েছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘মহারাজ’-এর ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • খাদ্যে বিষক্রিয়ায় ৬ কেজি ওজন কমেছে এমবাপ্পের
  • বাবা-মা হতে যাওয়ার ঘোষণা দিলেন তারকা যুগল
  • শরীরে অক্সিজেন বাড়াবে এই রেসিপি
  • ৫৩ বছর বয়সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলেন সালেহা বিবি
  • গৌরীকে কি বিয়ে করেছেন আমির খান
  • অক্সফোর্ডে পড়ে চাকরি মেলেনি, যে সিদ্ধান্ত নিলেন যুবক
  • সাড়ে ৫ বছর পর জামিনে মুক্তি পেলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই দুই শিক্ষার্থী
  • অক্সফোর্ডে পড়াশোনা শেষে ফুড ডেলিভারির চাকরি
  • লারার রেকর্ড ভাঙার চেষ্টা না করেই কেন ইনিংস ঘোষণা, জানালেন মুল্ডার
  • এলিট আম্পায়ার শরফুদ্দৌলা কতটা নির্ভুল