সিলেটে হারের পর ঢাকায় ছিল ঘুরে দাঁড়ানোর সংকল্প। কিন্তু পারল না বাংলাদেশ ‘এ’ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে ড্র করে নুরুল হাসান সোহানের দল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলায় দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ৮৭ রান করার পরই ড্র মেনে নেয় দুই দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৫৭ রান করে। নিউ জিল্যান্ড ৩৭৯ করে ২০ রানের লিড দেয়।

জাকির হাসান ২৪ ও অমিত হাসান ২১ রানে অপরাজিত ছিলেন। সমান ২৪ রান করে ফেরেন এনামুল হক বিজয় ও জাকির হাসান। কিউইদের হয়ে একটি করে উইকেট নেন যাকারে-বেন লিস্টার।

এর আগে ৪ উইকেটে ২৭৭ রানে দিন শুরু করে নিউ জিল্যান্ড এ। নিক ক্যালি ৮৩ রানে দিন শুরু করে ফেরেন সেঞ্চুরি হাঁকিয়ে। আর ৪৪ রানে দিন শুরু করা বয়েল থামেন ৫৮ রানে।

চতুর্থ দিন ১৬৭ বলে সর্বোচ্চ ১০৩ রান করেন কেলি। স্কোরবোর্ডে বড় অঙ্কের পুঁজি হলেও ব্যাটিং ছাড়েনি তারা। শেষ দিকে ডেন ফক্সকড়ফট ২৭, যাকারে ফউল্কস ১৪ ও জায়দিন লেনক্স ২০ রান করেন। 

বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। ৩ উইকেট নেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নেন সাইফ হাসান-হাসান মুরাদ। 

ঢাকা/রিয়াদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট ন ন র ন কর

এছাড়াও পড়ুন:

ভাইব্রেন্ট এখন বসুন্ধরা সিটিতে

গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট এখন ঢাকার অন্যতম ব্যবসায়িক কেন্দ্র বসুন্ধরা সিটিতে। শনিবার বসুন্ধরা সিটির ৭ম তলায় আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারটি উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার শেখ তানভীর তাপস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস্ মোঃ কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা। 

নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে আগামী ২৬ মে পর্যন্ত যে কোনো পণ্যে ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। 

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। এর কার্যক্রমে গতিশীলতার লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এমনকি উপজেলা পর্যন্ত ভাইব্রেন্টের বিস্তার ঘটানোর পরিকল্পনা রয়েছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ