গতকাল ম্যাচের দ্বিতীয় দিনে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৬৫ রানে অলআউট করে ৩০০ রানের লিড পায় ইংল্যান্ড। দলটির অধিনায়ক বেন স্টোকস ফলো অন করান জিম্বাবুয়েকে। গতকালই ৩০ রান তুলতে ২ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে আজ অলআউট হয়েছে ২৫৫ রানে। এই ইনিংসে অবশ্য একজন কম নিয়ে ব্যাটিং করেছে জিম্বাবুইয়ানরা। চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি রিচার্ড এনগারাভা।

এনগারাভা ব্যাট করলেও ব্যবধানটা খুব বেশি কমত বলে মনে হয় না। তবে এনগারাভা না থাকায় একটু আফসোস থাকতেই পারে শোয়েব বশিরের। ইংল্যান্ড অফ স্পিনার যে ম্যাচে ১০ উইকেট নেওয়ার সুযোগ হারালেন। প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া শোয়েব দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬ উইকেট। তানাকা চিভাঙ্গাকে এলবিডব্লু করে জিম্বাবুয়ের ইনিংসের যতি টানা শোয়েব ইনিংস ও ম্যাচ, দুই হিসেবে সেরা বোলিং করলেন এই টেস্টে।

গতকাল ৭ রান তুলতেই প্রথম ২ উইকেট হারিয়ে ফেলা জিম্বাবুয়ে আজ শুরুতে ভালোই প্রতিরোধ গড়ে তোলে। ওপেনার বেন কারেনকে নিয়ে শন উইলিয়ামস তৃতীয় উইকেটে যোগ করেন ১২২ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগানো উইলিয়ামস ফিরছেন ৮৮ রানে, শোয়েবের বলে এলবিডব্লু হয়ে। লাঞ্চের আগে এই একটি উইকেটই হারায় জিম্বাবুয়ে।

জিম্বাবুয়েকে টানা তিন টেস্টে ইনিংস ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

উইম্বলডনের নতুন রানি শিয়নটেক

উইম্বলডনে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন পোলিশ তারকা ইগা শিয়নটেক। শনিবার রাতে মেয়েদের একক ফাইনালে মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভাকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি বনে গেলেন ২৪ বছর বয়সী এই টেনিস সেনসেশন। এদিন মাত্র ৫৭ মিনিটে অ্যামান্ডাকে ৬-০, ৬-০ গেমে উড়িয়ে দেন শিয়নটেক।

ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি মার্কিন তারকা অ্যামান্ডা আনিসিমোভা। ফাইনালে ‘ডাবল বাগেল’ স্কোরলাইনে জয় পাওয়া শেষবার দেখা গিয়েছিল ১৯১১ সালে। ১১৪ বছর পর এমন বিরল কীর্তি গড়লেন পোলিশ তারকা শিয়নটেক।

এই জয়ে ক্যারিয়ারের ছয় নম্বর গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন শিয়াটেক। তবে এটি তার প্রথম উইম্বলডন জয় এবং রোলাঁ গারোর বাইরে দ্বিতীয় মেজর সাফল্য। এর আগে ২০২২ সালে ইউএস ওপেন জিতেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে চারবার চ্যাম্পিয়ন হলেও ঘাসের কোর্টে এতদিন সেরা হতে পারেননি এই পোলিশ খেলোয়াড়। তার লক্ষ্য আগামী মৌসুমে মেলবোর্নের ট্রফিও হাতে তোলা।

সম্পর্কিত নিবন্ধ