লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেছে চার ম্যাচ হাতে থাকতেই। অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কোন তিনটি দল অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে। সেই লিগের মৌসুমের শেষ দিন আজ। সাধারণত এমন পরিস্থিতিতে শেষ দিনের বেশির ভাগ ম্যাচই শুধুই আনুষ্ঠানিকতার হয়ে যায়। তবে এবার ভিন্ন হিসাব। শিরোপা ও অবনমন নিয়ে কোনো হিসাব-নিকাশ না থাকলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটা চলে এসেছে শেষ দিন পর্যন্ত।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচটি দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে। টটেনহাম পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকলেও ইউরোপা লিগ জিতে সুযোগ পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ দল থাকবে ছয়টি। চ্যাম্পিয়ন লিভারপুল, দুইয়ে থাকা আর্সেনাল ও টটেনহাম, এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে তিনটি দলের। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে পাঁচটি দল—ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শেষ রাউন্ডের ১০টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা সিটির ম্যাচ ফুলহামের বিপক্ষে লন্ডনে। নিউক্যাসল আতিথেয়তা দেবে এভারটনকে। নটিংহাম ফরেস্ট ঘরের মাঠে খেলবে চেলসির বিপক্ষে। আর অ্যাস্টন ভিলা ওল্ড ট্রাফোর্ডে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

পয়েন্ট তালিকার শীর্ষ সাত

* চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত

শেষ দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ

ফুলহাম-ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা
নিউক্যাসল-এভারটন
নটিংহাম-চেলসি

কোন ম্যাচে কী হিসাবফুলহাম-ম্যানচেস্টার সিটিসিটির দরকার ১ পয়েন্ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ