লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেছে চার ম্যাচ হাতে থাকতেই। অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে কোন তিনটি দল অবনমিত হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে। সেই লিগের মৌসুমের শেষ দিন আজ। সাধারণত এমন পরিস্থিতিতে শেষ দিনের বেশির ভাগ ম্যাচই শুধুই আনুষ্ঠানিকতার হয়ে যায়। তবে এবার ভিন্ন হিসাব। শিরোপা ও অবনমন নিয়ে কোনো হিসাব-নিকাশ না থাকলেও চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইটা চলে এসেছে শেষ দিন পর্যন্ত।

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ পাঁচটি দল সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে। টটেনহাম পয়েন্ট তালিকার ১৭ নম্বরে থাকলেও ইউরোপা লিগ জিতে সুযোগ পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ইংলিশ দল থাকবে ছয়টি। চ্যাম্পিয়ন লিভারপুল, দুইয়ে থাকা আর্সেনাল ও টটেনহাম, এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়েছে তিনটি দলের। বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে আছে পাঁচটি দল—ম্যানচেস্টার সিটি, নিউক্যাসল ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্ট।

আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে শেষ রাউন্ডের ১০টি ম্যাচ। চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকা সিটির ম্যাচ ফুলহামের বিপক্ষে লন্ডনে। নিউক্যাসল আতিথেয়তা দেবে এভারটনকে। নটিংহাম ফরেস্ট ঘরের মাঠে খেলবে চেলসির বিপক্ষে। আর অ্যাস্টন ভিলা ওল্ড ট্রাফোর্ডে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

পয়েন্ট তালিকার শীর্ষ সাত

* চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত

শেষ দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ

ফুলহাম-ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড-অ্যাস্টন ভিলা
নিউক্যাসল-এভারটন
নটিংহাম-চেলসি

কোন ম্যাচে কী হিসাবফুলহাম-ম্যানচেস্টার সিটিসিটির দরকার ১ পয়েন্ট.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ

এছাড়াও পড়ুন:

সাকিব–মিরাজ–রিশাদদের শিরোপা জেতালেন পেরেরা–রাজা

শেষ দিকে একের পর এক দুর্দান্ত ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স। আজ ফাইনালেও দুর্দান্ত খেলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা পাকিস্তান সুপার লিগের শিরোপা জিতেছে তাঁদের দল।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করে কোয়েটা। রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় লাহোর। ম্যাচটি হেরেছে তারা ৬ উইকেটে।

রান তাড়ায় শুরুটা ভালো হলেও মাঝের ওভারগুলোয় মনে হয়েছিল শিরোপা হয়তো আর জিততে পারছেন না সাকিব-মিরাজ-রিশাদরা। কিন্তু শেষ দিকে আজই ইংল্যান্ড থেকে উড়ে আসা সিকান্দার রাজা ও শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল পেরেরার দুর্দান্ত ব্যাটিংয়ে রোমাঞ্চকর এক জয় পেয়েছে লাহোর।

রিশাদের উইকেট পাওয়ার উচ্ছ্বাস

সম্পর্কিত নিবন্ধ