সোনালী ব্যাংক পিএলসির ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী।

সভায় ব্যাংকের শেয়ার হোল্ডার ও পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, ড. মোহাম্মদ আবু ইউসুফ, মো.

আজিমুদ্দিন বিশ্বাস, মোল্লা আব্দুল ওয়াদুদ, ড. আসিফ নাইমুর রশিদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোফাজ্জল হোসেন, মুহাম্মদ মাসরুরুল ইসলাম, লাইলা বিলকিস আরা, তরিকুল ইসলাম চৌধুরী, ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান ও কোম্পানি সেক্রেটারি তাওহিদুল ইসলাম অংশগ্রহণ করেন। 
সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব অংশগ্রহণ করেন।

বার্ষিক সাধারণ সভায় পরিচালকমণ্ডলীর প্রতিবেদন এবং নিরীক্ষকদের প্রতিবেদনসহ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ভিত্তিক সমাপ্ত বছরের স্থিতিপত্র এবং লাভ-ক্ষতির হিসাব গ্রহণ, বিবেচনা এবং ২০২৫ সালের জন্য অডিটর নিয়োগ অনুমোদন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

উৎস: Samakal

কীওয়ার্ড: ম হ ম মদ

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ