বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া হাসান আলীর মায়ের কাছ থেকে ২ লাখ রুপি ছিনতাই
Published: 29th, May 2025 GMT
এক বছর পর পাকিস্তান জাতীয় দলে ফেরার দিনটা মিশ্র অভিজ্ঞতায় কেটেছে হাসান আলীর। বাংলাদেশের বিপক্ষে পরশু রাতে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে পাকিস্তানের ৩৭ রানের জয়ে ৫ উইকেট নেন এই পেসার।
কিন্তু এ রাতেই হাসানের মা গুজরানওয়ালায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে এক সিনিয়র পুলিশ অফিশিয়ালের বরাত দিয়ে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আরও পড়ুনবাংলাদেশ-পাকিস্তান সিরিজে ডিআরএস কেন নেই, কারণ কি জয় শাহ৭ ঘণ্টা আগেগুজরানওয়ালা সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) মুহাম্মদ আয়াজ সালিমের অফিস থেকে জানানো হয়, হাসানের মা রাস্তার এক পাশে অপেক্ষা করছিলেন তাঁর আরেক সন্তান খুররমের জন্য। ছেলের সঙ্গে বাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি।
সংবাদমাধ্যম জানিয়েছে, মোটরসাইকেলে করে এক ব্যক্তি হাসানের মায়ের কাছ থেকে জোর করে তাঁর হাতের ব্যাগ ছিনিয়ে নেন। হাসনাইন সিটির কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
গুজরানওয়ালা সিটি পুলিশের কর্মকর্তা সালিম বলেছেন, ‘এক ছিনতাইকারী তাঁর ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। খুররম আলী বলেছেন ব্যাগে ২ লাখ ৩০ হাজার রুপি ছিল।’
মায়ের সঙ্গে হাসান আলী.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।
বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।
সূত্র: এনডিটিভি