তারাগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট
Published: 30th, May 2025 GMT
রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার লুট করেছে ডাকাত দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ইকরচালী ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
ডাকাতেরা প্রামাণিকপাড়া গ্রামের বাসিন্দা রাসায়নিক সার ডিলার সাকলাইন প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যদের বেঁধে রেখে আলমারির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সাকলাইন ইকরচালী ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান মোবারক প্রামাণিকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী সাকলাইন প্রামাণিক জানান, গভীর রাতে ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ পান। দরজা খুলতেই অস্ত্রধারী পাঁচ থেকে ছয়জন ডাকাত তাঁকে জিম্মি করে হাত বেঁধে ফেলেন। পরে তাঁকে দিয়ে তাঁর মায়ের ঘরের দরজায় কড়া নাড়ানো হয়। তাঁর মা গোলাপী বেগম দরজা খোলার পর তাঁকেও একইভাবে বেঁধে ফেলে। এরপর তাঁর বোন মাসুমাকেও রশি দিয়ে বাঁধা হয়। তারপর ডাকাতেরা ঘরের দুটি আলমারির তালা ভেঙে সার বিক্রির ২৫ লাখ টাকা এবং স্ত্রী-স্বজনদের ব্যবহৃত প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। ভোরে প্রতিবেশীরা তাঁদের বাড়িতে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় তাঁদের উদ্ধার করেন।
সাকলাইন প্রামাণিক প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রের মুখে জিম্মি করে হাত–পা বেঁধে আমাদের ২৫ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণের জিনিসপত্র নিয়ে গেছে ডাকাতেরা। প্রায় ৮০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ এসেছিল। আমরা মামলা করব।’
খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স বর ণ ল ক র ২৫ ল খ ট ক
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।
সিপিএল: কোয়ালিফায়ার-১ গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১
নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২
ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫