৫ খুনের মামলায় ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ
Published: 3rd, June 2025 GMT
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়াসহ পাঁচটি হত্যা মামলায় আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এর আদালত শুনানি শেষে এ পৃথক পৃথক আদেশ দেন। পুলিশ পাঁচটি খুনের মামলায় তামান্নাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেছিল।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চান্দগাও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, পাঁচটি খুনের মামলায় শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করলে শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন।
আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের বহদ্দারহাটে ১৮ জুলাই, ৩ আগস্ট ও ৪ আগস্ট আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ সন্ত্রাসীরা চবি ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া, ফজলে রাব্বী, সায়মান মাহিন, তানভীর সিদ্দিকী ও শহিদুল ইসলাম শহীদকে গুলি করে ও এলোপাতাড়ি মারধর করে খুন করেন। এ ঘটনায় আসামি শারমিন আক্তার তামান্নার সম্পৃক্ততা তদন্তে পাওয়া যাচ্ছে। তাই তাকে এসব খুনের মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আদালত পুলিশের পৃথক পৃথক আবেদনের উপর শুনানি শেষে আসামি তামান্নাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
গত ১১ মে চট্টগ্রামের বহদ্দারহাট বারৈইপাড়া থেকে তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে নগরের বাকলিয়া থানা পুলিশের জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর চেষ্টা করলে তামান্না হাইকোর্ট থেকে জামিন নেওয়ার নথি পুলিশের কাছে জমা দেন। পরে তাকে বাকলিয়া থানা থেকে বায়েজিদ বোস্তামি থানায় স্থানান্তর করা হয়। পরে তাকে ১২ মে ৩০ দিনের ডিটেনশন দিয়ে থানা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। এখন তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
প্রসঙ্গত, ঢাকা থেকে গত ১৫ মার্চ ছোট সাজ্জাদকে গ্রেপ্তারের পরদিন তার স্ত্রী তামান্নার প্রতিক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে তিনি ‘কাড়ি কাড়ি’ টাকা খরচ করে কারাবন্দি সাজ্জাদকে জামিনে বের করে আনার কথা বলেন। পাশাপাশি তার বিরোধী পক্ষকে হুমকি দিয়ে বলেন ‘এখন তোমাদের পলাতক থাকার পালা।’ তামান্না তার ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করলেও পরে তা সরিয়ে নেন। এরপর ৮ এপ্রিল হত্যা মামলায় রিমান্ডে থাকা ছোট সাজ্জাদকে সঙ্গে নিয়ে রাউজান ও বায়েজিদ এলাকায় মাইকিং করে পুলিশ। তাকে রাস্তায় ঘুরিয়ে ‘সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির বিরুদ্ধে’ হুঁশিয়ারি করে পুলিশের এ মাইকিংয়ের ঘটনায় চটেন তার স্ত্রী তামান্না। এ ঘটনার পরদিন নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করে তামান্নার অভিযোগ, তার স্বামী সাজ্জাদকে রশি বেঁধে রাস্তায় ঘোরানো ‘অপমানজনক’ এবং তাতে ‘মানবাধিকার লঙ্ঘন হয়েছে’।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রপ্তানিকারকদের সুবিধা বাড়ল, বৈদেশিক মুদ্রার হিসাব থেকে সোয়াপ করে টাকা তোলা যাবে
রপ্তানিকারকদের সুবিধা বাড়ল। এখন থেকে রপ্তানিকারকেরা নিজেদের বৈদেশিক মুদ্রা (এফসি) হিসাব থেকে সোয়াপের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রজ্ঞাপনের মাধ্যমে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে ৩০ দিনের পুলে রক্ষিত বৈদেশিক মুদ্রা এবং রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের বিপরীতে বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ চুক্তি করার অনুমোদন দেওয়া হয়েছে।
সোয়াপ কীসার্কুলার অনুসারে, আলোচ্য সোয়াপ চুক্তি বলতে একটি নির্দিষ্ট হারে ও মেয়াদে টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রার স্পট ক্রয় এবং একই সঙ্গে একটি নির্ধারিত তারিখে পুনঃবিক্রয়ের ব্যবস্থাকে বোঝাবে। এ ক্ষেত্রে রপ্তানিকারকের নিজস্ব উৎসের বৈদেশিক মুদ্রা ব্যবহৃত হবে। সোয়াপের মেয়াদ ইআরকিউ তহবিলের ব্যবহারযোগ্য মেয়াদের বেশি হতে পারবে না এবং ৩০ দিনের পুল তহবিলের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ দিন মেয়াদি সোয়াপ করা যাবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সোয়াপের হার নির্ধারণে বাজারভিত্তিক বা খরচভিত্তিক সুদ বা মুনাফার পার্থক্য বিবেচনায় নেওয়া যাবে। আলোচ্য সোয়াপ লেনদেনকে ঋণ বা অর্থায়ন সুবিধা হিসেবে গণ্য করা হবে না। সোয়াপের মাধ্যমে প্রাপ্ত টাকা শুধু রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য চলতি মূলধনের চাহিদা মেটাতে ব্যবহার করা যাবে। কোনো ফটকা উদ্দেশ্যে ওই অর্থ ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের কারণে রপ্তানিকারকদের স্বল্পমেয়াদি তারল্য চাপ কমাতে সহায়তা করবে। এতে প্রচলিত রপ্তানি ঋণের ওপর নির্ভর না করেও প্রয়োজনীয় কার্যক্রম চালাতে পারবেন। পাশাপাশি এটি বাজারভিত্তিক বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকেও উৎসাহিত করবে।