চট্টগ্রামে আ.লীগ নেতার পোশাক কারখানায় অভিযান, আটক ৪
Published: 3rd, June 2025 GMT
পার্বত্য চট্টগ্রামভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরি হচ্ছে সন্দেহে চট্টগ্রামের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, সাবেক সাংসদ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের মালিকানাধীন ‘ওয়েল ফেব্রিক্স’ কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে রোলিং করা বিপুল পরিমাণ কাপড়সহ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মালিকপক্ষের চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২ জুন) রাত ৯টার দিকে চান্দগাঁও থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। আটককৃতদের মধ্যে আবদুচ ছালামের ছোট ভাইও আছেন বলে জানা গেছে। তবে পুলিশ আটকৃতদের নাম প্রকাশ করেনি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
গত দুই সপ্তাহ ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তিনটি পৃথক অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৪৬ হাজার পিস ইউনিফর্ম জব্দ করা হয়।
গত ১৭ মে রাতে চট্টগ্রাম নগরীর ‘রিংভো অ্যাপারেলস’ নামের ওই পোশাক কারখানায় নগর গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে। অভিযানে কারখানার মালিক সাহেদুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/রেজাউল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: আবদুর রাজ্জাকসহ চারজন সাত দিনের রিমান্ডে
রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার আবদুর রাজ্জাকসহ (রিয়াদ) চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ রোববার এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন সাকদাউন সিয়াম, সাদমান সাদাব ও ইব্রাহিম হোসেন।
এর আগে আবদুর রাজ্জাকসহ পাঁচজনকে আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাজ্জাকসহ চারজনকে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। অপরজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।
চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবদুর রাজ্জাককে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। আজ রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে