লন্ডনে আজ সকাল থেকেই বৃষ্টি। এর সঙ্গে ভয়াবহ যানজট। সেই যানজটে আটকা পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের টিম বাস। এর ফলে শাই হোপের দল যথাসময়ে মাঠে পৌঁছাতে পারেনি। স্বাভাবিকভাবেই টস হতে দেরি হয়েছে। তাই খেলাও শুরু হয়েছে ৩০ মিনিট দেরিতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। লন্ডনের ওভালে আজ শেষ ওয়ানডেটা তাই নিছক আনুষ্ঠানিকতার।

ম্যাচটি খেলতে সফরকারী ক্যারিবীয়দের বাস ঠিক সময়েই চেলসি হারবার হোটেল থেকে ওভালের উদ্দেশে রওনা হয়েছিল। হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব ছয় কিলোমিটারের মতো।

কিন্তু দলটির টিম বাস মধ্য লন্ডনের ভক্সহল এলাকায় পৌঁছানোর পর দেখতে পায়, সেখানকার ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে আছে। এতে ট্রাফিক পুলিশের পক্ষে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়লে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।

ওভালে খেলা শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে বৃষ্টি হওয়ায় পিচ ও এর চারপাশ ঢেকে রাখা হয়েছিল। অনেকে ভেবেছিলেন, মাঠ ভেজা থাকায় টস হতে দেরি হচ্ছে।

কিন্তু টস হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে (বাংলাদেশ সময় বিকেলে ৫টা ২৫ মিনিট) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করে, দেরি হওয়ার কারণ আবহাওয়া নয়, বরং ওয়েস্ট ইন্ডিজ দলের যানজটে আটকা পড়া।

এ ব্যাপারে ইসিবির এক মুখপাত্র বলেন, ‘খেলায় অংশগ্রহণকারী একটি দল যানজটে আটকা পড়েছে। তাদের মাঠে আসতে দেরি হবে বলে টস ও খেলা শুরুর সময় পিছিয়ে দেওয়া হয়েছে।’

ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ার পরপরই লন্ডনের পরিবহন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ চালকদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিম বাসের চালক সেই তথ্য আগে জানতে পারেননি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক মুখপাত্র বলেন, ‘স্টেডিয়ামে যাওয়ার সময় কিছু রাস্তা বন্ধ ছিল।’

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় টস হওয়ার কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজ দল যানজট পেরিয়ে ওভালে পৌঁছায় বিকেল ৫টা ৪০ মিনিটে। টস হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে আর খেলা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়।

সূচি অনুযায়ী, প্রথম বল মাঠে গড়ানোর কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পর খেলা শুরু হলেও ওভার কাটা হয়নি। টসের সময় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ মজা করে বলেন, ‘আমাদের হেঁটে আসা উচিত ছিল।’

শেষ ওয়ানডেতে টস জিতে হোপের দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৬৯ রান।

দুই ওপেনার এভিন লুইস ও ব্রেন্ডন কিংয়ের পর অধিনায়ক হোপও আউট হয়েছেন। ইংল্যান্ডের তিন পেসার সাকিব মাহমুদ, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস এখন পর্যন্ত একটি করে উইকেট পেয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হওয় র য নজট

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ