ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নেমেছে মঙ্গলবার। প্রথমবারের মতো শিরোপা জিতেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছে।
বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি রুপি প্রাইজমানি জিতেছে। রানার্সআপ হয়ে ১৩ কোটি রুপি পেয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া তৃতীয় দল মুম্বাই ৭ কোটি ও চতুর্থ হওয়া গুজরাট টাইটান্স পেয়েছে ৬ কোটি রুপি।
গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে ছিল পুরস্কারের ছড়াছড়ি। কে কোন পুরস্কার পেলেন এক নজরে তা দেখে নেওয়া যাক,
আরো পড়ুন:
অপেক্ষার অবসান বিরাট-বেঙ্গালুরুর, প্রীতির পাঞ্জাবকে হারিয়ে জিতল আইপিএল শিরোপা
১১ বছরের অপেক্ষার অবসান, ফাইনালে প্রীতির পাঞ্জাব
প্লেয়ার অব দ্য ম্যাচ: কোহলিকে আইপিএল ট্রফি জেতাতে কাল সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন এই স্পিনার, উইকেট ২টি। ম্যাচসেরার পুরস্কার তাই ক্রুনালের হাতেই উঠেছে।
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মুম্বাই ইন্ডিয়ান্সের সুরিয়াকুমার যাদব ৭১৭ রান করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
অরেঞ্জ ক্যাপ বা সবচেয়ে বেশি রান: গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ১৫ ইনিংসে ৭৫৯ রান করেছেন যা এবারের আসরে সর্বোচ্চ রান।
পার্পল ক্যাপ বা সবচেয়ে বেশি উইকেট: প্রাসিধ কৃষ্ণা ১৫ ইনিংসে সর্বোচ্চ ২৫ উইকেট পেয়েছেন।
ইমার্জিং প্লেয়ার: সাই সুদার্শান ১৫ ইনিংসে ৭৫৯ রান।
সুপার স্ট্রাইকার অব দা সিজন: বৈভাব সুরিয়াভানশি, ৭ ইনিংসে ২৫২ রান ২০৬.
সুপার সিক্সার অব দা সিজন: নিকোলাস পুরান, ৪০ ছক্কা।
ডট বলস অব দা সিজন: মোহাম্মদ সিরাজ, ১৪৪ ডট বল।
ক্যাচ অব দা সিজন: কামিন্দু মেন্ডিস, চেন্নাইয়ের বিপক্ষে ব্রেভিসের ক্যাচ।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র র অব দ
এছাড়াও পড়ুন:
কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।
কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।
এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা