ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর্দা নেমেছে মঙ্গলবার। প্রথমবারের মতো শিরোপা জিতেছেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও প্রথমবার শিরোপা উঁচিয়ে ধরেছে। 

বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়ে ২০ কোটি রুপি প্রাইজমানি জিতেছে। রানার্সআপ হয়ে ১৩ কোটি রুপি পেয়েছে পাঞ্জাব কিংস। এছাড়া তৃতীয় দল মুম্বাই ৭ কোটি ও চতুর্থ হওয়া গুজরাট টাইটান্স পেয়েছে ৬ কোটি রুপি। 

গতকাল পুরস্কার বিতরণী মঞ্চে ছিল পুরস্কারের ছড়াছড়ি। কে কোন পুরস্কার পেলেন এক নজরে তা দেখে নেওয়া যাক,   

আরো পড়ুন:

অপেক্ষার অবসান বিরাট-বেঙ্গালুরুর, প্রীতির পাঞ্জাবকে হারিয়ে জিতল আইপিএল শিরোপা

১১ বছরের অপেক্ষার অবসান, ফাইনালে প্রীতির পাঞ্জাব

প্লেয়ার অব দ্য ম্যাচ: কোহলিকে আইপিএল ট্রফি জেতাতে কাল সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন বাঁহাতি স্পিনার ক্রুনাল পান্ডিয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান দেন এই স্পিনার, উইকেট ২টি। ম্যাচসেরার পুরস্কার তাই ক্রুনালের হাতেই উঠেছে।

প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মুম্বাই ইন্ডিয়ান্সের সুরিয়াকুমার যাদব ৭১৭ রান করে পেয়েছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।  

অরেঞ্জ ক্যাপ বা সবচেয়ে বেশি রান: গুজরাট টাইটান্সের সাই সুদর্শন ১৫ ইনিংসে ৭৫৯ রান করেছেন যা এবারের আসরে সর্বোচ্চ রান। 
পার্পল ক্যাপ বা সবচেয়ে বেশি উইকেট: প্রাসিধ কৃষ্ণা ১৫ ইনিংসে সর্বোচ্চ ২৫ উইকেট পেয়েছেন। 

ইমার্জিং প্লেয়ার: সাই সুদার্শান ১৫ ইনিংসে ৭৫৯ রান। 

সুপার স্ট্রাইকার অব দা সিজন: বৈভাব সুরিয়াভানশি, ৭ ইনিংসে ২৫২ রান ২০৬.

৫৫ স্ট্রাইক রেটে।

সুপার সিক্সার অব দা সিজন: নিকোলাস পুরান, ৪০ ছক্কা।

ডট বলস অব দা সিজন: মোহাম্মদ সিরাজ, ১৪৪ ডট বল।

ক্যাচ অব দা সিজন: কামিন্দু মেন্ডিস, চেন্নাইয়ের বিপক্ষে ব্রেভিসের ক্যাচ।

ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: চেন্নাই সুপার কিংস

ঢাকা/ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ক র র অব দ

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • ৩ দাবিই পূরণ চান অনশনরত জবি শিক্ষার্থীরা
  • জকসুর রোডম্যাপ ঘোষণা, নির্বাচন ২৭ নভেম্বর
  • অস্ট্রেলীয় সাংবাদিকের প্রশ্নে কেন চটে গেলেন ট্রাম্প, আলবানিজের কাছে নালিশেরও হুমকি দিলেন
  • সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির
  • গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিগত নিধন চালাচ্ছে ইসরায়েল: প্রথমবারের মতো বলল জাতিসংঘ
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া