Prothomalo:
2025-09-18@09:46:41 GMT

অক্ষয়, এবার খুশি তো

Published: 8th, June 2025 GMT

কয়েক বছর ধরেই বক্স অফিসে ব্যর্থতা যেন অক্ষয়ের পিছু ছাড়ছে না। এর মধ্যে সর্বশেষ ‘কেশরী ২’ কেবল অভিনেতার মান বাঁচায়। অবশেষে অভিনেতা সম্ভবত বড় সাফল্যের মুখ দেখতে যাচ্ছেন। কারণ, তাঁর অভিনীত নতুন সিনেমা ‘হাউসফুল ৫’ মুক্তির পর দারুণ শুরু করেছে। খবর হিন্দুস্তান টাইমসের
সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এই কমেডি ছবি পরিচালনা করছেন তরুণ মনসুখানি, যিনি ১২ বছর পর পরিচালনায় ফিরলেন ‘হাউসফুল ৫’-এর মাধ্যমে। এর আগে ‘দোস্তানা’ ছবির জন্য প্রশংসিত হন তিনি।

‘হাউসফুল ৫’ যে এত ব্যবসা করবে, আগে থেকেই অনুমান করা গিয়েছিল। কারণ, মুক্তির আগে অগ্রিম বুকিংয়ের বিচারে ‘হাউসফুল ৫’ ইতিমধ্যেই পেছনে ফেলেছে ‘সিকান্দার’, ‘ছাবা’ ও ‘রেইড ২’-এর মতো বড় বাজেটের ছবিকে।

‘হাউসফুল ৫’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ উসফ ল ৫

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে চার আসন বহালের দাবিতে নতুন কর্মসূচি 

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী শুক্র ও শনিবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর সংগ্রহ এবং রবি ও সোমবার (২১ ও ২২ সেপ্টেম্বর) জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অর্ধদিবস অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা এম এ সালাম নতুন কর্মসূচি ঘোষণা করেন।

এম এ সালাম বলেছেন, “বাগেরহাটের চারটি আসন অক্ষুণ্ন রাখার দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আদালতের প্রতি আমাদের আস্থা আছে, তবে জনগণের দাবি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

এর আগে আসন কমানোর প্রতিবাদে জেলা জুড়ে হরতাল, বিক্ষোভ ও মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। পাশাপাশি উচ্চ আদালতে রিট করা হয়েছে।

ঢাকা/শহিদুল/রফিক

সম্পর্কিত নিবন্ধ