রোনালদো গোল করলেন, পর্তুগাল জিতল উয়েফা নেশন্স লিগ
Published: 9th, June 2025 GMT
এমন না যে নিজেকে প্রমাণ করার আরো কিছু আছে তার। তবুও ক্রিস্টিয়ানো রোনালদো অঝোরে কাঁদেন। উল্লাসে কাঁদেন। অর্জনে কাঁদেন। সেই সুখের কান্নায় আরেকবার ভিজলো জার্মানির আলিয়াঞ্জ এরিনার সবুজের গালিচা।
যেখানে স্পেনকে হারিয়ে পর্তুগাল জিতে নেয় উয়েফা নেশন্স লিগ কাপ। নির্ধারিত সময়ের খেলা ২-২ এ অমীমাসিংত থাকে। অতিরিক্ত আরো ৩০ মিনিটেও চ্যাম্পিয়ন নির্ধারণ করা যায়নি। টাইব্রেকারেই হয় ফয়সালা। যেখানে ৫-৩ গোলে স্পেনকে হারিয়ে পর্তুগাল নিশ্চিত করে শিরোপা। এ নিয়ে দ্বিতীয়বার পর্তুগাল জিতল উয়েফা নেশন্স লিগ। ২০১৯ সালে পেয়েছিল প্রথমবার।
চল্লিশ পেরোনো রোনালদো এই ম্যাচেও গোল করেছেন। হয়তো ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ গোল। দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। স্পেন ২-১ এ এগিয়ে। গোল শোধে মরিয়া পর্তুগাল একের পর এক আক্রমণে যাচ্ছে কিন্তু ফিনিশিংয়ের ঘাটতির কারণে গোল পাওয়া হচ্ছিল না।
৬৫ মিনিটে রোনালদো দলকে সমতায় ফেরান। মেনডেসের ক্রস থেকে ডি বক্সের ভেতরে বল পান রোনালদো। স্পেনের রক্ষণের খেলোয়াড়ের বাধায় বল ঠিকঠাক জায়গা মতো পাননি রোনালদো। কিন্তু তার নিখুঁত শট খুঁজে নেয় স্পেনের জাল। স্কোরলাইন ২-২। এরপর নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত থাকে। অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কেউ।
ফাইনাল ম্যাচ টাইব্রেকারে গিয়ে উত্তেজনা বাড়িয়ে দেয়। পর্তুগাল সবগুলো শটে গোলের দেখা যায়। স্পেনের প্রথম তিনটি শটও ছিল গোল। চতুর্থ শট নিয়েছিলেন অধিনায়ক মোরাতা। কিন্তু গোলরক্ষক কস্তা ছিলেন আত্মবিশ্বাসী। ডানদিকে ঝাঁপিয়ে বল আটকে দেন। পরের শটে নেভেস গোল করে পর্তুগালকে জেতান শিরোপা।
ম্যাচের ৮৮ মিনিটে চোট পেয়ে উঠে যান রোনালদো। পেনাল্টির পুরোটা সময় তার চোখে মুখে ছিল চিন্তার ভাঁজ। স্পেন গোল করলেই মুখটা বিষন্ন হয়ে আসে। নিজের দলের খেলোয়াড়রা গোল করলে তার মুখে হাসি ফোটায়। মিশ্র এই অনুভূতির মাঝেই কস্তা মোরাতার শট আটকে দিলে চোখের কোণে জল চলে আসে রোনালদোর।
এরপর নেভেসের শট লক্ষ্যভেদ হলে নিজেকে আর আটকে রাখতে পারেননি সিআরসেভেন। মাটিতে বসে কান্নায় সবুজ গালিচা ভিজিয়ে দেন। উঠে দাঁড়িয়েও আনন্দাশ্রু ঝরতে থাকে। মাঠের আনুষ্ঠানিকতা শেষে যখন শিরোপা উঁচিয়ে ধরেন তখন আনন্দের জোয়ারে ভেসে যায় সব। ব্যক্তিগত অর্জনে টইটুম্বুর রোনালদো দেশের জার্সিতে ২০১৬ ইউরো, ২০১৯ নেশন্স লিগ জিতেছিলেন। ছয় বছর পর আবার জিতলেন নেশন্স লিগ।
কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল…তিন নক আউট ম্যাচেই রোনালদো গোল করেছেন। ২২০তম ম্যাচে এটি রোনালদোর আন্তর্জাতিক ফুটবলে ১৩৮তম গোল। যা তার পেশাদার ক্যারিয়ারের ৯৩৮তম গোল।
ফাইনাল ম্যাচে স্পেন দুইবার এগিয়ে যায়। প্রথমে ২২ মিনিটে। জুবিমেন্ডি অতি সহজেই গোল পেয়ে দলকে এগিয়ে নেন। লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্পেন। বক্সের বাইরে থেকে নেটোর বাড়ানোর পাস নিয়ে এগিয়ে নেন মেনডেস। ক্ষীপ্রতায় এগিয়ে যান ভেতরে। এরপর বামপায়ের জোরালো শটে বল পাঠান জালে। ১-১ এ খেলা সমতা।
কিন্তু বিরতিতে যাওয়ার আগে আবার গোল হজম করে পর্তুগাল। পেড্রির বাড়ানো বল ইয়ারজাবাল শট নিয়ে স্পেনকে এগিয়ে দেন। কিন্তু ওই এগিয়ে যাওয়াতে তেমন লাভ হয়নি। রোনালদোর গোলে পর্তুগাল ম্যাচে সমতা ফেরায়। এরপর টাইব্রেকারে পর্তুগাল উড়ায় বিজয়ের পতাকা। পাঁচবারের ব্যালন ডি অরের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। দেখার বিষয়, চল্লিশ পেরিয়ে যাওয়া রোনালদো কোথায় গিয়ে থামেন।
ঢাকা/ইয়াসিন
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর পর ত গ ল ফ ইন ল গ ল কর
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।