কারও ক্যানভাসে তুলির আঁচড়ে মূর্ত হচ্ছে প্রাণ-প্রকৃতির রূপ, কারও ক্যানভাসে ফুটে উঠছে পরিবেশ সচেতনতার বার্তা। কেউ–বা পরিবর্তিত সময়ে শিল্পের অমর্যাদার বিষয়টি তুলে আনছেন। সময়ের ধ্বনি হয়ে কারও ক্যানভাসে নুয়ে পড়ছে ‘লজ্জাবনত ফুল’। পরিবর্তিত সময়ের কথা আর প্রকৃতির জয়ধ্বনিকে বিষয় করে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ ‘সোনাপাহাড়ে’ চলছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।

‘এটি সেই ফুল, যা প্রতিকূল পরিবেশেও ফোটে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে এই আর্ট ক্যাম্প। শিল্পযজ্ঞে অংশ নিয়েছেন চট্টগ্রামের ১৫ জন শিল্পী। সোনাপাহাড় কর্তৃপক্ষের সহযোগিতায় ভাস্কর অলক রায়ের তত্ত্বাবধানে এই আর্ট ক্যাম্পে অংশ নেন শিল্পী খাজা কাইয়ুম, জাহেদ আলী চৌধুরী, উত্তম তালুকদার, জয়দেব রোয়াজা, সঞ্জয় দাস, সঞ্জীব বড়ুয়া, সুব্রত দাস, শতাব্দী সোম, শারদ দাশ, জয়নাল আবেদীন, রাসেল কান্তি দাস, সঞ্জয় সরকার, জয়তু চাকমা ও মারুফ আদনান।

তিন দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের প্রথম দিন ছিল শিল্পীদের প্রস্তুতি পর্ব, দ্বিতীয় দিন ছবি আঁকা আর কাল শুক্রবার শেষ দিন থাকছে প্রদর্শনী ও শিল্পীদের পারফরম্যান্স আর্ট।

আর্ট ক্যাম্পের তত্ত্বাবধায়ক শিল্পী ও ভাস্কর অলোক রায় বলেন, ‘সিআরবি এলাকায় পরিবেশ নষ্ট করে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে শিল্পের ভাষায় প্রতিবাদ জানাতে একটি আর্ট ক্যাম্প পরিচালনা করেছিলাম আমরা। তখন সে কাজটি বেশ সাড়া ফেলেছিল। সময়কে ধরা শিল্পীর দায়িত্ব। এখন বাংলাদেশের পরিবর্তিত সময়ে একটা অস্থিরতা চলছে। সেই অস্থিরতা নিয়ে শিল্পী মনের ভাবনা ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা আমাদের। পাশাপাশি প্রকৃতির প্রতি দায়ের বিষয়টিও থাকছে। সোনাপাহাড় কর্তৃপক্ষ প্রকৃতিকে যেভাবে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, সেটি আমাদের জন্য অনুপ্রেরণার। তাই এ জায়গায় প্রকৃতিকে উদ্‌যাপন করতে চাই আমরা। এ দুই লক্ষ্য নিয়ে করা হয়েছে আর্ট ক্যাম্প।’

আর্টক্যাম্পে ছবি আঁকায় মগ্ন ভাস্কর অলক রায়। আজ দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর ট ক য ম প প রক ত র

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএতে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ, সিজিপিএ ২.৫০ লাগবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ২০২৫-২৬ সেশনে ফুলটাইম ও পার্টটাইম এমবিএ প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

কোর্সের বৈশিষ্ট্য

১. আবেদনকারীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

২. ভর্তির আবেদন ফি ২০৮০ টাকা।

আবেদনের যোগ্যতা

১. যেকোনো ডিসিপ্লিনে ব্যাচেলর ডিগ্রি, কমপক্ষে সিজিপিএ ২.৫০ থাকতে হবে (৪-এর মধ্যে) অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

২. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে কমপক্ষে ৩ অথবা দ্বিতীয় বিভাগ থাকতে হবে পৃথক পৃথকভাবে।

৩. ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের ক্ষেত্রে উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে কমপক্ষে জিপিএ–২ থাকতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে দেখুন।

৩. কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা ক্লাস গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স, যোগ্যতা এইচএসসি পাস১ ঘণ্টা আগেদরকারি তথ্য

১. বিদেশি নাগরিকত্ব ও বিদেশি বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী আবেদনকারীর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে, যদি তাঁর জিআরই বা জিএমএটি স্কোর ৭৫ শতাংশ বা তার বেশি হয়। তবে তাঁকে বোর্ডে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।

২. সব বিদেশি সার্টিফিকেট/ডিগ্রির (‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল ব্যতীত) সমতা আইবিএর সমতা কমিটি দ্বারা নির্ধারিত হবে। এই সমতা ব্যতীত একজন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন না।

৩. ইউজিসি কর্তৃক অনুমোদিত নয়—এমন কোনো প্রোগ্রাম থেকে ডিগ্রিধারী আবেদনকারী আবেদন করতে পারবেন না।

ভর্তি পরীক্ষার বিস্তারিত

১. আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫।

২. ভর্তি পরীক্ষার তারিখ: ৫ ডিসেম্বর ২০২৫।

৩. ভর্তি পরীক্ষার সময়: সকাল ১০টা।

৪. ভর্তি পরীক্ষার স্থান: আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

# বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

সম্পর্কিত নিবন্ধ