Prothomalo:
2025-09-18@05:50:48 GMT
গীতা এখনো চিত্রাঙ্গদাকে ছেড়ে যায়নি
Published: 15th, June 2025 GMT
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিংয়ের ঝুলিতে রয়েছে একাধিক সফল প্রকল্প। তবু তিনি তাঁর অভিষেক ছবিকে সবার আগে এগিয়ে রাখেন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর অভিষেক ছবির চরিত্রের প্রভাব তিনি আজও কোথাও না কোথাও অনুভব করেন।
অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’ ছবিতে সদ্য দেখা গেছে চিত্রাঙ্গদা সিংকে। তরুণ মনসুখানি পরিচালিত কমেডি ঘরানার ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করছে। ‘হাউসফুল ৫’ ছবিতে একঝাঁক তারকার মধ্যেও নজর কেড়েছেন চিত্রাঙ্গদা। এই ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কয়েক মাস আগে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপটার’ সিরিজে এক রাজনৈতিক নেত্রীর চরিত্রে রীতিমতো দাপট দেখিয়েছেন অভিনেত্রী।
তবে চিত্রাঙ্গদার কাছে তাঁর অভিষেক ছবি ‘হাজারো খায়াইশে অ্যায়সি’র স্থান সবার আগে।
চিত্রাঙ্গদা সিং। এএফপি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান