ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।
অন্য তারকাদের মতো ফ্যাশনে পিছিয়ে নেই রাশমিকা। তার সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে ব্যয়বহুল পোশাকে দেখা যায় তাকে। কারণ কাজের পাশাপাশি ব্যক্তিগত নানা মুহূর্ত এ মাধ্যমে শেয়ার করে থাকেন। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ওয়েস্টার্ন লুকে নজর কাড়তে দেখা যায় তাকে। তবে এবার দেশি লুকে রূপের দ্যুতি ছড়ালেন এই নায়িকা। কেবল তাই নয়, শাড়ির মূল্য জানলে অনেকেই চমকে যাবেন।
রাশমিকার পরবর্তী সিনেমা ‘কুবেরা’। প্রেক্ষাগৃহে মুক্তির আগে সিনেমাটির একটি গান কয়েক দিন আগে মুক্তি দিয়েছেন নির্মাতারা। এ উপলক্ষে মুম্বাইয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দেশি লুকে দেখা যায় তাকে।
আরো পড়ুন:
কত টাকার মালিক রাশমিকা?
বক্স অফিসের দৌড়ে কী ক্লান্ত সালমান-রাশমিকা?
অনুষ্ঠানটির জন্য অনিতা ডোংরের পোশাক বেছে নিয়েছিলেন রাশমিকা। তার পরনের ব্লাশ রঙের সিল্ক শাড়ি অনুষ্ঠানের জন্য উপযুক্ত ছিল। শাড়িতে মোটিফ, পুঁতির সঙ্গে ফ্লোরাল নকশা। শাড়ির জমিনে বুনো ফুল, ফুলগুলো সুতা দিয়ে তৈরি। পুঁতি, সিকুইন দিয়ে উঁচু করা হয়েছে। শাড়ির সঙ্গে রং মিলিয়ে পাতলা স্ট্র্যাপযুক্ত ব্লাউজ বেছে নিয়েছিলেন, যার মধ্যে মিররের কাজ রয়েছে।
পিঙ্কভিলা জানিয়েছে, রাশমিকার পরনের শাড়ির মূল্য ১ লাখ ৬০ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ২৬ হাজার টাকার বেশি)।
‘কুবেরা’ সিনেমায় রাশমিকার বিপরীতে রয়েছেন ধানুশ। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন শেখর কামুলা। সামাজিক গল্পের সিনেমাটি আগামী ২০ জুন বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটির বাজেট ধরা হয়েছে ৮০-১২০ কোটি রুপি।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”
এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।
ঢাকা/এমআর/মেহেদী