ঘরের দরজা ভেঙে বিধবাকে ধর্ষণ, থানায় মামলা
Published: 18th, June 2025 GMT
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে ঘরের দরজা ভেঙে এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জহির শেখ (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মঙ্গলবার (১৭ জুন) রাতে লোহাগড়া থানায় মামলা করেছেন ভুক্তভোগী। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
বুধবার (১৮ জুন) দুপুরে লোহাগড়া থানার ওসি মো. শরিফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার (১৬ জুন) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত জহির শেখ একই ইউনিয়নের বাসিন্দা।
আরো পড়ুন:
সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার আসামির ২০ বছর পর আত্মসমর্পণ
প্রেমিকের খোঁঁজে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩
মামলার এজাহার সূত্রে জানা গেছে, জহির শেখ দীর্ঘদিন ধরে বিধবা নারীকে কুপ্রস্তাব দিচ্ছিলেন। গত সোমবার রাত ২টার দিকে জহির শেখ দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং ওই নারীকে ধর্ষণ করেন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে ভুক্তভোগী লোহাগড়া থানায় জহির শেখকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
লোহাগড়া থানার ওসি মো.
ঢাকা/শরিফুল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েশন'র সভাপতি বাসার ও সম্পাদক মেহেদী
দেশের ৩৭তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যদের সমন্বয়ে ৩৭তম বিসিএস পুলিশ ক্যাডার অ্যাসোসিয়েন" এর দুই বছর মেয়াদি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সর্ব সম্মতিক্রমে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান কার্যালয়ে কর্মরত সহকারী পুলিশ সুপার আবুল বাসার মোল্লাকে কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গা-সার্কেল) মো. মেহেদী ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রাজধানির ইস্কাটন রোডস্থ বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে ৩৭ তম বিসিএস পুলিশ ব্যাচের সদস্যরা শনিবার এক সভায় মিলিত হয়ে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করেন।
এছাড়াও কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ সুপার শাহ মোস্তফা তারিকুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, ডিএমপির সহকারী পুলিশ সুপার তৌফিক আহমেদ ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ ফারাবী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভায় যেসব সদস্যরা স্বশরীরে উপস্থিত হতে পারেননি তারা ভার্চুয়ালি জুম মিটিং এর মাধ্যমে আলোচনায় যুক্ত হন এবং নির্বাচন প্রক্রিয়ায় এহসান ইমন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কমিটি গঠনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দেশের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে ব্যাচের স্বার্থে ও দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।