উদীচী নিয়ে উদ্বিগ্ন প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা, মতপার্থক্য ভুলে আলোচনার আহ্বান
Published: 18th, June 2025 GMT
বাংলাদেশের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীকে ঘিরে সাম্প্রতিক বিভেদের খবরে উদ্বেগ জানিয়েছেন সংগঠনের উত্তর আমেরিকাপ্রবাসী শুভাকাঙ্ক্ষীরা।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদীচীকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বা বিভেদ সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করবে।
উদীচীর প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন সৈয়দ হাসান ইমাম, রথীন্দ্রনাথ রায়, লায়লা হাসান, হোসেন শাহরিয়ার তৈমুর, ওবায়দুল্লাহ মামুন, মজিব বিন হক, জুলফিকার হোসেন, আবদুল হাফিজ চৌধুরী, সৌদ চৌধুরীসহ ৫৫ জন।
বিবৃতিতে তাঁরা উদীচীর বর্তমান নেতৃত্বকে মতপার্থক্য ভুলে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী শুধু সাংস্কৃতিক সংগঠনই নয়, বরং গণতান্ত্রিক ও মানবিক অধিকারের আন্দোলনে সংগঠনটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।
বিবৃতিতে বলা হয়, মানুষের অধিকার আদায়ের কণ্টকাকীর্ণ পথে উদীচীর বুক থেকে রক্ত ঝরেছে। যশোর, নেত্রকোনায় উগ্রসাম্প্রদায়িক শক্তির বোমার আঘাতে শহীদ হয়েছেন অসংখ্য উদীচী সদস্য। কিন্তু স্বৈরশাসক, জঙ্গিদের চোখরাঙানি, বুলেট, বোমা উদীচীর কর্মকাণ্ড স্তব্ধ করতে পারেনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রণেশ দাশগুপ্ত ও সত্যেন সেনের প্রতিষ্ঠিত উদীচী বরাবরই মানুষের পক্ষে কথা বলেছে, মানুষের মুক্তির আন্দোলনে ভূমিকা রেখেছে। এ সংগঠনের সংকটে লাখো কর্মী ও শুভানুধ্যায়ী উদ্বিগ্ন হয়ে পড়ে, এটা স্বাভাবিক।
বিবৃতিদাতারা বলেন, উদীচীর প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এবং ভবিষ্যতের পথচলা নির্বিঘ্ন করতে সংগঠনটির নেতৃত্বে ঐক্য ফিরিয়ে আনা জরুরি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।
জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
তাহমিদ আল মুদ্দাসসির