বাংলাদেশের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীকে ঘিরে সাম্প্রতিক বিভেদের খবরে উদ্বেগ জানিয়েছেন সংগঠনের উত্তর আমেরিকাপ্রবাসী শুভাকাঙ্ক্ষীরা।

গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে উদীচীকে কেন্দ্র করে কোনো দুর্ঘটনা বা বিভেদ সাংস্কৃতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করবে।

উদীচীর প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের এই বিবৃতিতে স্বাক্ষর করেছেন সৈয়দ হাসান ইমাম, রথীন্দ্রনাথ রায়, লায়লা হাসান, হোসেন শাহরিয়ার তৈমুর, ওবায়দুল্লাহ মামুন, মজিব বিন হক, জুলফিকার হোসেন, আবদুল হাফিজ চৌধুরী, সৌদ চৌধুরীসহ ৫৫ জন।

বিবৃতিতে তাঁরা উদীচীর বর্তমান নেতৃত্বকে মতপার্থক্য ভুলে আলোচনায় বসে সমস্যা সমাধানের আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত উদীচী শুধু সাংস্কৃতিক সংগঠনই নয়, বরং গণতান্ত্রিক ও মানবিক অধিকারের আন্দোলনে সংগঠনটির ঐতিহাসিক ভূমিকা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, মানুষের অধিকার আদায়ের কণ্টকাকীর্ণ পথে উদীচীর বুক থেকে রক্ত ঝরেছে। যশোর, নেত্রকোনায় উগ্রসাম্প্রদায়িক শক্তির বোমার আঘাতে শহীদ হয়েছেন অসংখ্য উদীচী সদস্য। কিন্তু স্বৈরশাসক, জঙ্গিদের চোখরাঙানি, বুলেট, বোমা উদীচীর কর্মকাণ্ড স্তব্ধ করতে পারেনি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, রণেশ দাশগুপ্ত ও সত্যেন সেনের প্রতিষ্ঠিত উদীচী বরাবরই মানুষের পক্ষে কথা বলেছে, মানুষের মুক্তির আন্দোলনে ভূমিকা রেখেছে। এ সংগঠনের সংকটে লাখো কর্মী ও শুভানুধ্যায়ী উদ্বিগ্ন হয়ে পড়ে, এটা স্বাভাবিক।

বিবৃতিদাতারা বলেন, উদীচীর প্রতি মানুষের আস্থা অটুট রাখতে এবং ভবিষ্যতের পথচলা নির্বিঘ্ন করতে সংগঠনটির নেতৃত্বে ঐক্য ফিরিয়ে আনা জরুরি।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকাবাসীর কাছে ছাত্রদলের অগ্রীম দুঃখ প্রকাশ

শাহবাগে আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রীম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। 

বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গত জুন মাসে তারা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এবং এর শুরুতেই ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নেয় তারা। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে তাদের জানায়। এ কারণে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।  

আরো পড়ুন:

নিয়োগ বাণিজ্যের অভিযোগ করায় ছাত্রদল সভাপতিকে ‘মিথ্যাবাদী’ বললেন উপাচার্য

জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার প্রতিবাদ

ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে ছাত্রদল অবগত জানিয়ে তারা বিবৃতিতে বলে, জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যে কোন ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবেন। 

দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকার কথাও বিবৃতিতে জানানো হয়।  

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্র সমাবেশ ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • রাকসু নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় যারা
  • ঢাকাবাসীর কাছে ছাত্রদলের অগ্রীম দুঃখ প্রকাশ