ইউনিয়ন সদস্যদের ভীতি প্রদর্শন, নিয়োগ কর্তাদের হস্তক্ষেপ এবং অবৈধ বরখাস্তের মতো ঘটনা শিল্পে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শ্রম অধিদপ্তর ও আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার মানিকগঞ্জে ‘অন্যায্য শ্রম ব্যবস্থা ও ইউনিয়নবিরোধী বৈষম্য দূরীকরণ’’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্যে তি‌নি এ মন্তব‌্য ক‌রেন।

শ্রম সচিব বলেন, “রানা প্লাজা ট্র্যাজেডির পর থেকে বাংলাদেশ নিরাপদ ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে কিন্তু ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিক ন্যায়বিচারের ক্ষেত্রে চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।”

তি‌নি ব‌লেন, “ইউনিয়ন সদস্যদের ভীতি প্রদর্শন, নিয়োগকর্তাদের হস্তক্ষেপ এবং অবৈধ বরখাস্তের মতো ঘটনা শিল্পে শান্তি ও অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে ULP (Unfair Labour Practices) এবং AUD (Anti-Union Discrimination) মামলায় দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ.

কে. এম. তারিকুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রাজমুঠান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা।

শুক্রবার থে‌কে শুরু হওয়া তিন‌ দি‌নের কর্মশালাটি আগামী ২৯ জুন শেষ হ‌বে।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউন য ন

এছাড়াও পড়ুন:

ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ

রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।

ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ