রাজধানীর মগবাজারের পূর্ব নয়াটোলা এলাকায় সুব্রত বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার স্ত্রী ভিডিওকলে ছিলেন বলে জানা গেছে।

মৃতের স্ত্রীর চাচাতো ভাই পলাশ দত্ত জানান, একটি এয়ারলাইন্সের টিকিট বুকিং শাখায় কাজ করতেন সুব্রত বিশ্বাস। গতকাল বিকেলে তার স্ত্রী ফোন করে পলাশকে বলেন, সুব্রত তাকে ভিডিওকলে রেখে ফ্যানের সঙ্গে চাদর পেচিয়ে গলায় ফাঁস দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পলাশ দ্রুত নয়াটোলার বাসায় গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে সুব্রতর নিথরদেহ। পরে বাড়ির মালিকের সহযোগিতায় বিষয়টি পুলিশকে জানানো হয়। সন্ধ্যায় পুলিশ গিয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পলাশ জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়েছিল, তারপর এমন ঘটনা ঘটে। তবে কী বিষয়ে বাকবিতন্ডা, তা বলতে পারেননি তিনি। 

হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু সমকালকে বলেন, প্রাথমকিভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।  


 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মরদ হ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।

ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।

লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন

সম্পর্কিত নিবন্ধ