রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলায় রুশ নৌবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মিখাইল গুদকভ নিহত হয়েছেন। রাশিয়ার পূর্বাঞ্চলীয় প্রিমোরস্কি অঞ্চলের গভর্নর ওলেগ কঝেমিয়াকো বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গুদকভ রুশ নৌবাহিনীর উপপ্রধানের পাশাপাশি ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ১৫৫তম ব্রিগেডের কমান্ডার ছিলেন। তিনি সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে নিহত হন। ওই অঞ্চলে গত বছর ইউক্রেন বড় ধরনের একটি সামরিক অভিযান শুরু করে।

২০২২ সালে পূর্ণমাত্রায় ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিহত শীর্ষস্থানীয় রুশ সামরিক কর্মকর্তাদের মধ্যে গুদকভ একজন।

গভর্নর কঝেমিয়াকো এক বিবৃতিতে জানান, তিনি গুদকভকে বীরত্বের পুরস্কার দিয়েছিলেন এবং তাঁদের মধ্যে বহু বছর ধরে ব্যক্তিগতভাবে যোগাযোগ ছিল। গুদকভকে তিনি ‘দৃঢ়চেতা যোদ্ধা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে সহযোদ্ধাদের সঙ্গে লড়াই করেই তিনি শহীদ হয়েছেন।’ তবে কীভাবে গুদকভের মৃত্যু হয়েছে, সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুদকভের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, কুরস্ক অঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন। তবে ইউক্রেন এখনো আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

চলতি বছরের মার্চে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মিখাইল গুদকভকে রাশিয়ার নৌবাহিনীর উপকূলীয় ও স্থলবাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগ দেন। ওই সময় পুতিন বলেছিলেন, ‘মন্ত্রী এবং চিফ অব জেনারেল স্টাফ মনে করেন, আপনার অভিজ্ঞতা অন্য ইউনিটগুলোর মধ্যেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। তাই আপনার দায়িত্বের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে গুদকভ ও তাঁর নেতৃত্বাধীন ১৫৫তম ব্রিগেডের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছিল। কিয়েভের দাবি, যুদ্ধের শুরুতে বুচা, ইরপিন ও গস্তোমেল শহরে বেসামরিক মানুষ হত্যায় এই ইউনিটের সরাসরি সম্পৃক্ততা রয়েছে।

ইউক্রেনীয় সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, গুদকভের বাহিনী যুদ্ধবন্দী ইউক্রেনীয় সেনাদেরও হত্যা করত। যদিও রাশিয়া এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

শরীয়তপুর সদরে বিদ্যুৎস্পৃষ্টে আক্তার সরদার (৩৪) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আক্তার সরদার ওই এলাকার নূর হোসেন সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংক্রান্ত কাজে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন আক্তার। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • বোমা হামলার হুমকি, সাময়িক বন্ধ ছিল কানাডার ৬ বিমানবন্দরের ফ্লাইট
  • আমাজনের বৃষ্টিবনে
  • দালাই লামার উত্তরসূরি কীভাবে নির্বাচন করা হবে
  • ‘উপহাসে এখন আর খারাপ লাগে না, কষ্ট হয় না’
  • বিয়ের দুই সপ্তাহ যেতেই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল তারকার
  • শুল্ক ছাড়া বিদেশ থেকে ফেরার সময় বছরে আনা যাবে একটি ফোন
  • ব্যাগেজ রুলস সংশোধন: শুল্ক ছাড়া ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার আনা যাবে
  • করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃত্যু এক, আক্রান্ত ২৭
  • শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের