রূপগঞ্জে এশিয়ান স্কুলে শিক্ষার মানোন্নয়নে সভা
Published: 5th, July 2025 GMT
রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবতে প্রতিষ্ঠিত এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ত্রৈমাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।
আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.
অনুষ্ঠানে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং ইক্বরা কিন্ডার গার্টেনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় স্কুলের সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল আজিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন।
সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আর কয়েক মাস বাকী। সেই সাথে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি চলছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাস নেয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সেই সাথে দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এই বিদ্যালয়ে বাংলা-ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও জোর দেয়া হয়। পরে উপস্থিতিদের মাঝে মানসম্মত ও আধুনিক রুচিশীল খাবার পরিবেশন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত
এছাড়াও পড়ুন:
মুরাদনগরে গ্রেপ্তার শাহ পরান কারাগারে
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দুপুরে কুমিল্লার আদালতের বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। শাহ পরান ধর্ষণ মামলায় গ্রেপ্তার ফজর আলীর আপন ভাই।
পুলিশ জানায়, গত ২৬ জুন রাতে মুরাদনগরে ধর্ষণের অভিযোগে ফজর আলী ও এক নারীকে ঘরের ভেতর মারধর করা হয়। এ সময় তাদের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় ওই নারী মুরাদনগর থানায় প্রথমে ধর্ষণ এবং দু’দিন পর পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরই মধ্যে ধর্ষণের মামলায় ফজর আলীকে ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। তিনি এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার হন সুমন, রমজান, আরিফ ও অনিক। তারা তিন দিনের পুলিশ রিমান্ডে আছেন।
ওই নারী পরে সাংবাদিকদের বলেন, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সঙ্গে তাদের পরিবারের পরিচয় হয়। এ সূত্র ধরেই ফজর আলী বাড়িতে ঢুকে তাঁকে ‘ধর্ষণ’ করে। অন্যরা তাঁকে নির্যাতন করে ভিডিও করে।
এর আগে র্যাব গত বৃহস্পতিবার বিকেলে শাহ পরানকে বুড়িচং থেকে গ্রেপ্তার করে শুক্রবার মুরাদনগর থানায় হস্তান্তর করে।
মুরাদনগর থানার ওসি বলেন, রোববার শাহ পরানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। শাহ পরান ভিডিও ভাইরাল করার পরিকল্পনাকারী।