রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবতে প্রতিষ্ঠিত এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে ত্রৈমাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম।

আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হাজী আব্দুল মতিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.

হানিফ মোল্লা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গণি, ফারুক হোসেন, শরিফ মোল্লা, আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা ফজলুল হক সহ আরো অনেকে।

অনুষ্ঠানে এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এবং ইক্বরা কিন্ডার গার্টেনের দেড় শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। এ সময় স্কুলের সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল আজিজকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন। 

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আর কয়েক মাস বাকী। সেই সাথে এসএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি চলছে। এ সময়ের মধ্যে শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য শিক্ষকদের প্রস্তুতি নিয়ে ক্লাস নেয়ার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সেই সাথে দেশের প্রথম সারির একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সব ধরণের ব্যবস্থা নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এই বিদ্যালয়ে বাংলা-ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতিও জোর দেয়া হয়। পরে উপস্থিতিদের মাঝে মানসম্মত ও আধুনিক রুচিশীল খাবার পরিবেশন করা হয়। 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ উপস থ ত

এছাড়াও পড়ুন:

জরুরি বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত ও চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেছেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এই তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্তের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি শরিক রাজনৈতিক দলগুলোকে এই নির্বাচনে বিএনপি কতটা ছাড় দেবে, সে বিষয়টিও আলোচনায় থাকবে। এ ছাড়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংক্রান্ত সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণভোটের বিষয়ে আলোচনা করবেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারকেরা।

বৈঠক শেষে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সম্পর্কিত নিবন্ধ