যে কোনো সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলন ভালো কথায় ভরপুর থাকে। নিজেদের চাওয়াকে মিডিয়ার সামনে তুলে ধরেন। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট আর ওয়ানডে সিরিজের আগে নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ নিজেদের উচ্চাকাঙ্ক্ষার কথা বলেছেন।
টি২০ সিরিজ নিয়ে লিটন কুমার দাসও ভালো ভালো কথা বলেছেন। আসলে অধিনায়ক বা ক্রিকেটাররা কথায় যেমন ভালো ছিলেন, বেশির ভাগ ক্ষেত্রে মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। বেশির ভাগ ক্ষেত্রেই অসুন্দর ক্রিকেট প্রদর্শনী দেখতে হয়েছে সমর্থকদের। টি২০ অধিনায়ক লিটন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে প্রত্যাশার কথা শোনালেন ‘যদি-কিন্তু’ রেখে। ওয়ানডে সিরিজ হারের পর গতকাল মাঠে অনুশীলনে এসেছিলেন কেবল ঢাকা থেকে আসা টি২০ স্কোয়াডের সদস্যরা। বাকিরা টিম হোটেলে বিশ্রামে ছিলেন। এদিন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু টি২০ নিয়ে কিছু বলতেই রাজি হলেন না। আসলে তিনি বলবেনই বা কী? ভালো কিছু বলার মতো ক্রিকেটই খেলতে পারছে না বাংলাদেশ। এর পরও শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা প্রতিপক্ষ বাংলাদেশকে আর আজ থেকে শুরু হতে যাওয়া টি২০ সিরিজ নিয়ে ইতিবাচক কথাই বলেছেন। লঙ্কান দলপতির বিশ্বাস, ২০ ওভারের ক্রিকেট সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
পরিসংখ্যান আমলে নিলে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ক্রিকেটে ভালো দল বাংলাদেশ।
২০১৬ সাল থেকে লঙ্কানদের বিপক্ষে টাইগারদের উত্থান এই সংস্করণে। লাসিথ মালিঙ্গাদের হারিয়ে ২০১৬ সালে এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগার বাহিনী। শ্রীলঙ্কার মাটিতেও ধারাবাহিক ভালো করেছে তারা। মাশরাফি বিন মুর্তজার অবসরের ম্যাচটি জিতেছিল কলম্বোতে। ২০১৮ সালের নিদাহাস ট্রফি টি২০ টুর্নামেন্টে স্বাগতিকদের দর্শক বানিয়ে ভারতের সঙ্গে ফাইনাল খেলেছেন সাকিব আল হাসানরা। নাগিন ড্যান্স ও লঙ্কানদের সঙ্গে ক্রিকেট মাঠের বিরোধ ওই টুর্নামেন্ট দিয়েই শুরু। ২০২৪ সালের বিশ্বকাপেও লিটনরা জিতেছেন। সেদিক থেকে এবারের সিরিজে বাংলাদশকে ফেভারিট মনে হওয়া স্বাভাবিক। অথচ বাংলাদেশ অধিনায়ক লিটন শ্রীলঙ্কাকে ফেভারিটের তকমা দিলেন। তাঁর মতে, স্বাগতিকরা ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো করছে। বিশেষ করে তাদের রহস্যময় বোলারদের নিয়ে দুশ্চিন্তায় আছেন লিটনরা। এই বোলারদের কীভাবে আজ মোকাবিলা করা হবে, তা নিয়ে টিম মিটিংয়ে বিস্তর গবেষণা হলেও ব্যাটারদের কপাল থেকে চিন্তার ভাঁজ কমেনি। পাল্লেকেলের ব্যাটিং উইকেটে স্বাগতিক শক্তিশালী বোলিং ইউনিটকে কীভাবে মোকাবিলা করবেন, সে চিন্তা টাইগার শিবিরে। তবে লিটন বলছেন, তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ উপহার দেওয়ার চেষ্টা করবেন, ‘ওদের বোলিং লাইনআপ বেশ ভালো। যে কয়জন রহস্যময় বোলার আছে, তাদের মোকাবিলা করা চ্যালেঞ্জি।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের এতটা রক্ষণাত্মক থাকার কারণ হলো, ব্যাটাররা ছন্দে নেই। যে কারণে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হার আর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে। সেই নেতিবাচক জায়গা থেকে নতুন একটি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজে অধিনায়ক লিটনকে ব্যাটিং ভালো করতে হবে। এই সিরিজে রান করতে না পারলে নেতৃত্ব হারানোর পাশাপাশি জাতীয় দল থেকেই বাদ পড়ার ঝুঁকি বাড়বে। বোলিং বিভাগে ছন্দে নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দলে তাঁর নিবেদন নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ, দেশের চেয়ে আইপিএলে বেশি নিবেদন থাকে তাঁর। ১৬ জনের দলে মোহাম্মদ সাইফউদ্দিনকে নেওয়ায় পেস বোলিং শক্তি বেড়েছে। তানজিম হাসান সাকিব ও সাইফউদ্দিনকে খেলালে ব্যাটিং লাইনআপটা বড় হবে। কারণ, তারা দু’জনই পেস বোলিং অলরাউন্ডার। অবশ্য তাসকিন আহমেদ আর মুস্তাফিজকে খেলালে আজ একাদশে থাকবে না সাইফউদ্দিন। লেগ স্পিনার রিশাদ হোসেন টি২০ তে অটো চয়েস। দু’জন স্পিনার খেলালে রিশাদের সঙ্গে বাঁহাতি নাসুম আহমেদ খেলতে পারেন। স্পিন অলরাউন্ডার হিসেবে শেখ মেহেদীও টিম ম্যানেজমেন্টের দরজায় কড়া নাড়ছেন। যদিও একাদশ চূড়ান্ত করা হবে আজ বিকেলে উইকেট দেখে। শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানান, ১৮০ রানের উইকেট হবে পাল্লেকেলেতে। জিততে হলে এই পরিমাণ রান করার মানসিক প্রস্তুতি রাখতে হবে লিটনদের।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সোনার টয়লেট ‘আমেরিকা’ নিলামে উঠছে, সর্বনিম্ন দর কত জানেন
নিলামঘর সদবিস গতকাল শুক্রবার ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সম্পূর্ণ সোনার টয়লেটটি নিলামে তোলার কথা ঘোষণা করেছে। এ ভাস্কর্যটির নাম ‘আমেরিকা’।
সদবিস জানিয়েছে, এ শিল্পকর্ম এটাই দেখাতে চায়, কখনো কখনো শিল্পের ‘মূল্য’ আর তার বাজারে বিক্রির ‘মূল্য’ এক নয়। এটি শুধু শিল্পকর্মই নয়, একটি পুরোপুরি ব্যবহারযোগ্য টয়লেটও। এ টয়লেটেরই অনুরূপ একটি সংস্করণ ২০১৯ সালে ইংল্যান্ডের বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদ থেকে চুরি হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে।
১৮ নভেম্বর নিউইয়র্কে এ নিলাম অনুষ্ঠিত হবে। টয়লেটটির সর্বনিম্ন দর ধরা হয়েছে এর সোনার বর্তমান বাজারমূল্য অনুযায়ী। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০১ দশমিক ২ কিলোগ্রাম (২২৩ পাউন্ড) খাঁটি সোনা, যার দাম এখন প্রায় ১০ মিলিয়ন (১ কোটি) মার্কিন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)।
সদবিসের নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।
ক্যাটেলান শুধু বিতর্ক সৃষ্টিকারীই নন; বরং অত্যন্ত সফল শিল্পী। তাঁর আরেকটি কাজ, ‘কমেডিয়ান’। অর্থাৎ দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা। গত বছর নিউইয়র্কের এক নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়েছিল শিল্পকর্মটি।
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।এর আগে ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ক্যাটেলানের আরেকটি ভাস্কর্য ‘হিম’ ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়। ভাস্কর্যটিতে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে হাঁটু গেড়ে প্রার্থনার ভঙ্গিতে দেখা যায়।
ক্যাটেলান নিজেই বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’
‘আমেরিকা’র দুটি সংস্করণ ২০১৬ সালে তৈরি করা হয়েছিল। যেটি এবার নিলামে উঠছে, সেটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের কাছে রয়েছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউইয়র্কের গুগেনহাইম জাদুঘরের একটি বাথরুমে প্রদর্শনের জন্য স্থাপন করা হয়। সেখানে ১ লাখের বেশি দর্শক সার বেঁধে এসেছিলেন।
মরিজিও ক্যাটেলান হচ্ছেন এমন একজন শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে সবাইকে ভাবাতে ও চমক দিতে পছন্দ করেন।ডেভিড গ্যালপারিন, সদবিস-এর নিউইয়র্ক শাখার সমসাময়িক শিল্প বিভাগের প্রধানওই সময় গুগেনহাইম ভাস্কর্যটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে ধার দেওয়ার প্রস্তাব দেয়। কারণ তিনি জাদুঘর থেকে একটি ভ্যান গঘ চিত্রকর্ম ধার নিতে চেয়েছিলেন।
২০১৯ সালে ‘আমেরিকা’ প্রদর্শিত হয় উইনস্টন চার্চিলের জন্মস্থান হিসেবে বিখ্যাত ব্লেনহাইম প্রাসাদে। কিন্তু প্রদর্শনীর কয়েক দিনের মধ্যেই একদল চোর ভবনে ঢুকে সেটি পাইপলাইন থেকে খুলে নিয়ে পালিয়ে যায়।
চলতি বছরের শুরুতে দুই ব্যক্তিকে ওই চুরির দায়ে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোনার টয়লেটটি আজও উদ্ধার করা যায়নি। তদন্তকারীরা ধারণা করছেন, এটি সম্ভবত ভেঙে গলিয়ে ফেলা হয়েছে।
গ্যালপারিন বলেন, তিনি অনুমান করতে চান না ‘আমেরিকা’ শেষ পর্যন্ত কত দামে বিক্রি হতে পারে। তবে তাঁর ভাষায়, ক্যাটেলানের ‘ডাকটেপে আটকানো কলা’ শিল্পকর্মটি যেমন ‘অমূল্য ধারণা থেকে মূল্য তৈরি করা’ নিয়ে প্রশ্ন তুলেছিল, ‘আমেরিকা’ ঠিক তার উল্টো। এখানে মূল উপকরণটিই (সোনা) অত্যন্ত মূল্যবান, যা বেশির ভাগ শিল্পকর্মে থাকে না।
ক্যাটেলান বলেছেন, তাঁর ‘আমেরিকা’ ভাস্কর্যটি অতিরিক্ত সম্পদ ও বিলাসিতাকে ব্যঙ্গ করে তৈরি করা হয়েছে। তিনি একবার বলেছিলেন, ‘তুমি ২০০ ডলারের দুপুরের খাবার খাও বা ২ ডলারের হটডগ, শেষ ফলাফল টয়লেটে গিয়ে একই হয়।’‘আমেরিকা’ প্রদর্শিত হবে সদবিসের নতুন নিউইয়র্ক কার্যালয় ব্রয়্যার বিল্ডিংয়ে, ৮ নভেম্বর নিলাম শুরু হওয়ার আগপর্যন্ত। এটি একটি বাথরুমে স্থাপন করা হবে, যা দর্শকেরা কাছ থেকে দেখতে পাবেন।
তবে গুগেনহাইম ও ব্লেনহাইম প্রাসাদের মতো এবার দর্শকদের টয়লেটটি ব্যবহার করার সুযোগ থাকবে না। তাঁরা শুধু দেখতে পারবেন, কিন্তু ফ্লাশ করতে পারবেন না।
আরও পড়ুনসোনার আস্ত একটি কমোড চুরি করেছিলেন তিনি০৩ এপ্রিল ২০২৪