লন্ডনে পরশু রাতে বসেছিল সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মেলা। ক্যানসারজয়ী ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ‘ইউউইক্যান ফাউন্ডেশন’ ডিনার পার্টির আয়োজন করেছিল।

সেখানে ইংল্যান্ড সফররত ভারত টেস্ট দলের সঙ্গে ছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা, ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার ড্যারেন গফ ও কেভিন পিটারসেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার এবং যুবরাজ সিং নিজে।

তবে সবাইকে ছাপিয়ে নতুন করে আলোচনায় দুজন—ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল ও শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার। অতীতে গিল ও সারাকে নিয়ে প্রেমের গুঞ্জন চললেও তা বন্ধ হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে একে-অপরকে আনফলো করে দেওয়ায়।

যুবরাজ সিংয়ের পার্টিতে সারা টেন্ডুলকারকে দেখে মুচকি হাসেন শুবমান গিল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ন ড লক র

এছাড়াও পড়ুন:

৬ মিনিটেই ইতিহাসে সালাহ, কেইনের লাগল ৬৩ মিনিট

চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে স্কোরলাইনে নাম লেখাতে দেরি করেননি মোহাম্মদ সালাহ—সময় নিয়েছেন মাত্র ৬ মিনিট। অ্যানফিল্ডে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচের ৬ মিনিটের মধ্যে গোল করানোর পাশাপাশি মিসরীয় ফরোয়ার্ড নিজেও একটি গোল করেন। আর তাতেই দারুণ এক রেকর্ড গড়েছেন লিভারপুল কিংবদন্তি।

আরও পড়ুনকেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব৫ ঘণ্টা আগে

৪ মিনিটে সালাহর ফ্রি–কিক লিভারপুল লেফট ব্যাক অ্যান্ড্রু রবার্টসনের পায়ে লেগে জালে জড়ায়। দুই মিনিট পরই বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন সালাহ। ‘অপ্টা’ জানিয়েছে, সালাহ চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে কোনো ইংলিশ ক্লাবের হয়ে ম্যাচের প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করালেন। যেকোনো ক্লাবের হিসাবে সালাহ এই তালিকায় তৃতীয়। এর আগে মারিয়ানো বোমবার্দা ও করিম বেনজেমা প্রথম ৬ মিনিটের মধ্যে গোল করার পাশাপাশি গোল করিয়েছেন।

আতলেতিকোর বিপক্ষে গোল পেয়েছেন সালাহ

সম্পর্কিত নিবন্ধ