লর্ডস টেস্টে সৈকতের সঙ্গে কেন তর্কে জড়ালেন গিল
Published: 11th, July 2025 GMT
এজবাস্টনে অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ধারাভাষ্যকার হার্শা ভোগলে পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন তার নিরপেক্ষ ও নিখুঁত সিদ্ধান্তে। এরপর লর্ডস টেস্টেও সৈকতকে অনফিল্ড আম্পারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সৈকতের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে। কী এমন হয়েছে যে, আগের টেস্টের পছন্দের আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হলেন গিল?
ঘটনার সূত্রপাত বল নিয়ে। ইংল্যান্ডের ডিউক ব্র্যান্ডের বল খুব দ্রুত বিকৃত হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলেই প্রথমে আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের দাবি জানান গিল। বৃহস্পতিবার প্রথম দিন ৮০ ওভার শেষে নতুন বল নেওয়া হয়। তবে শুক্রবার, অর্থাৎ দ্বিতীয় দিন মাত্র ১০ ওভার খেলতেই ভারতীয় দল ফের বলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে।
আম্পায়াররা সেটি আমলে নিয়ে বল পরিবর্তনের আবেদন অনুমোদন করেন। তবে এতেও সমস্যার সমাধান হয়নি। এবার শুধু গিল নন, সঙ্গে ছিলেন পেসার মোহাম্মদ সিরাজও। নতুন বলের মান নিয়েও অখুশি ছিলেন তারা। এমনকি স্টাম্প মাইকে সিরাজকে বলতে শোনা যায়, ‘এইটা ১০ ওভারের পুরনো বল? সিরিয়াসলি?’ গিল সরাসরি আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় জড়ান। বিষয়টি এতটাই স্পষ্ট ছিল যে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার পর্যন্ত বলেই ফেলেন, ‘এটা ১০ ওভারের বল নয়, অন্তত ২০ ওভারের মতো লাগছে!’
অবশ্য দ্বিতীয় বলটি দিয়ে বেশিক্ষণ খেলা চলেনি। ৪৮ বল পর ভারতের আপত্তি তোলা বলটিও আবার পরিবর্তন করা হয়। মাঝের ৮ ওভারে ইংল্যান্ড ৩১ রান তোলে, হারায়নি কোনো উইকেট। ইংল্যান্ড আজ যে ৬ উইকেট হারিয়েছে, তার তিনটি ওই ৮ ওভারের আগে, তিনটি পরে পড়েছে। ৪ উইকেটে ২৫১ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
গ্লোবাল সুপার লিগ
গায়ানা-সেন্ট্রাল ডিস্ট্রিক্টস
সরাসরি, ভোর ৫টা
টি স্পোর্টস টিভি ও অ্যাপস
লর্ডস টেস্ট
ইংল্যান্ড-ভারত
তৃতীয় দিন
সরাসরি, বিকেল ৪টা
সনি টেন ৫
টেনিস
উইম্বলডন
নারী এককের ফাইনাল
শিয়াতেক-অ্যানিসিমোভা
সরাসরি, রাত ৯টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।
ঢাকা/ইয়াসিন