এজবাস্টনে অনফিল্ড আম্পায়ার হিসেবে প্রশংসা কুড়িয়েছিলেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ধারাভাষ্যকার হার্শা ভোগলে পর্যন্ত মুগ্ধ হয়েছিলেন তার নিরপেক্ষ ও নিখুঁত সিদ্ধান্তে। এরপর লর্ডস টেস্টেও সৈকতকে অনফিল্ড আম্পারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে সৈকতের সঙ্গে তর্কে জড়াতে দেখা গেছে ভারতীয় অধিনায়ক শুবমান গিলকে। কী এমন হয়েছে যে, আগের টেস্টের পছন্দের আম্পায়ারের ওপর অসন্তুষ্ট হলেন গিল?

ঘটনার সূত্রপাত বল নিয়ে। ইংল্যান্ডের ডিউক ব্র্যান্ডের বল খুব দ্রুত বিকৃত হয়ে যাচ্ছে, এই অভিযোগ তুলেই প্রথমে আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের দাবি জানান গিল। বৃহস্পতিবার প্রথম দিন ৮০ ওভার শেষে নতুন বল নেওয়া হয়। তবে শুক্রবার, অর্থাৎ দ্বিতীয় দিন মাত্র ১০ ওভার খেলতেই ভারতীয় দল ফের বলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে।

আম্পায়াররা সেটি আমলে নিয়ে বল পরিবর্তনের আবেদন অনুমোদন করেন। তবে এতেও সমস্যার সমাধান হয়নি। এবার শুধু গিল নন, সঙ্গে ছিলেন পেসার মোহাম্মদ সিরাজও। নতুন বলের মান নিয়েও অখুশি ছিলেন তারা। এমনকি স্টাম্প মাইকে সিরাজকে বলতে শোনা যায়, ‘এইটা ১০ ওভারের পুরনো বল? সিরিয়াসলি?’ গিল সরাসরি আম্পায়ার সৈকতের সঙ্গে আলোচনায় জড়ান। বিষয়টি এতটাই স্পষ্ট ছিল যে ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার পর্যন্ত বলেই ফেলেন, ‘এটা ১০ ওভারের বল নয়, অন্তত ২০ ওভারের মতো লাগছে!’

অবশ্য দ্বিতীয় বলটি দিয়ে বেশিক্ষণ খেলা চলেনি। ৪৮ বল পর ভারতের আপত্তি তোলা বলটিও আবার পরিবর্তন করা হয়। মাঝের ৮ ওভারে ইংল্যান্ড ৩১ রান তোলে, হারায়নি কোনো উইকেট। ইংল্যান্ড আজ যে ৬ উইকেট হারিয়েছে, তার তিনটি ওই ৮ ওভারের আগে, তিনটি পরে পড়েছে। ৪ উইকেটে ২৫১ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩৮৭ রানে অলআউট হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ভমন গ ল আম প য় র

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ