লর্ডসে নাটকীয় সমতা: ইংল্যান্ডের জবাবে হুবহু ৩৮৭ রানে থামল ভারত
Published: 13th, July 2025 GMT
ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা, তার এক জীবন্ত প্রমাণ মিলল ঐতিহাসিক লর্ডসের সবুজ মাঠে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৩৮৭ রান। ভারতের জবাবও থামল ঠিক সেই সংখ্যাতেই। টেস্ট ইতিহাসে মাত্র নবমবার এমন ঘটনাই ঘটল, যেখানে দুই দলের প্রথম ইনিংস শেষ হয়েছে সমান রানে। ২০১৫ সালের পর আবার এমন বিরল সমতার দেখা মিলল। আর লর্ডসে তো এই প্রথম।
ম্যাচের শুরুতে ব্যাট করা ইংল্যান্ডের ইনিংস ছিল সুশৃঙ্খল। তবে ভারতের ব্যাটিং যেন ধীরে ধীরে গড়ে উঠা এক নাটক, যার শেষ অঙ্কে মাত্র ১১ রানের ব্যবধানে হারায় চারটি মূল্যবান উইকেট। তাতেই সমত। যা একসময় লিড হওয়ার সম্ভাবনাকে মুছে দেয়।
ভারতের পক্ষে লোকেশ রাহুল দারুণ এক সেঞ্চুরি করেন, থেমেছেন ১০০ রানে। তাকে দারুণভাবে সঙ্গ দেন ঋষভ পান্ত (৭৪) ও রবীন্দ্র জাদেজা (৭২)। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ছিলেন সবচেয়ে সফল বোলার। নিয়েছেন ৩টি উইকেট। দীর্ঘ চার বছর পর টেস্টে ফেরা জোফরা আর্চার এবং বেন স্টোকসের ঝুলিতে গেছে দুটি করে উইকেট।
আরো পড়ুন:
লর্ডসে ব্যতিক্রমী ধৈর্য, রুটের ৯৯ রানে ভর করে লড়াইয়ে ইংল্যান্ড
লর্ডস টেস্টে টস জিতে ব্যাট করছে ইংল্যান্ড
এই রকম সমান স্কোরে শেষ হওয়া টেস্টে সাধারণত ফল হয় ড্র। আগের চারবার এমনটিই হয়েছে। তাই ম্যাচের চূড়ান্ত ফল নির্ধারণ হবে এখন বাকি থাকা দ্বিতীয় ইনিংস আর শেষ দুই দিনের খেলায়। ইংল্যান্ড এরই মধ্যে দ্বিতীয় ইনিংসে ২ রান তুলেছে বিনা উইকেটে, যদিও ওপেনারদের মাঠে নামা নিয়ে কিছু বিতর্ক তৈরি হয় দিনের শেষদিকে।
ভারতের ইনিংস শেষ হবার পর ১০ মিনিটের বিরতির সুযোগে ইংলিশ ওপেনাররা ইচ্ছাকৃতভাবে সময় নেন মাঠে নামতে। এমনকি জ্যাক ক্রাউলি চোটের ভান ধরে সময়ক্ষেপণ করেন। উদ্দেশ্য ছিল যেন দিনের আলোয় দ্বিতীয় ইনিংসে বেশি ওভার না খেলতে হয়। পাল্টা প্রতিক্রিয়ায় মাঠের প্রান্তে থাকা গিল ও বুমরাহ রীতিমতো হাততালি দিয়ে ঠাট্টা করেন এই কৌশল নিয়ে। এক ওভার খেলার পরই আম্পায়ার খেলা বন্ধ ঘোষণা করেন।
এই ঘটনা শুধু স্কোরের সমতায় নয়, উত্তেজনায়ও ম্যাচটিকে দিয়েছে বাড়তি মাত্রা। ইতিহাস বলছে, ১৯১০ সালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে প্রথমবার দুই দল এক ইনিংসে সমান ১৯৯ রান করেছিল। এরপর ২০১৫ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে লিডসে ইংল্যান্ড করেছিল ঠিক ৩৫০ রান, যা প্রতিপক্ষও ছুঁয়ে ফেলেছিল। লর্ডসে সেই ইতিহাস আবার ফিরে এসেছে, সঙ্গে এনেছে অনিশ্চয়তার মোড় ঘোরানো এক টেস্ট নাটক।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে