কিংস্টনের সাবিনা পার্কে তৃতীয় ও শেষ টেস্টে গা ঝাড়া দিয়ে উঠল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে টিকে থাকার আর সুযোগ না থাকলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মাঠে নামে তারা ভিন্ন এক মেজাজে। আর ফলও মিলল হাতেনাতে। শামার জোসেফ আর জাইডেন সিলসের বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপ গুটিয়ে গেল মাত্র ২২৫ রানেই।

সিরিজের আগের দুটি টেস্টে লড়াই করেও শেষ রক্ষা হয়নি ক্যারিবীয়দের। তবে শনিবার যখন টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, তখন থেকেই ভিন্ন এক দৃশ্যপট তৈরি হয়। ব্যাট হাতে শুরুটা ভালো করলেও দিন গড়াতেই মুখ থুবড়ে পড়ে অতিথিদের ইনিংস। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৭০.

৩ ওভারে।

অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বড় সংগ্রহ আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে, ৪৮ রান। ক্যামেরন গ্রিন করেন ৪৬, অধিনায়ক কামিন্সের ব্যাটে আসে ২৪, খাজা ২৩, ক্যারি ২১ আর হেড করেন ২০ রান। তবে এই ইনিংসের মূল গল্প লেখা হয় বল হাতে। শামার জোসেফ ৩৩ রানে তুলে নেন ৪ উইকেট। আর জাস্ট্রিন গ্রিভস ও জাইডেন সিলস মিলে ভাগ করে নেন ৬ উইকেট।

আরো পড়ুন:

ছক্কার ঝড় তুলে ৫০ বছরের পুরনো রেকর্ড ভাঙল ভারত

লর্ডসে নাটকীয় সমতা: ইংল্যান্ডের জবাবে হুবহু ৩৮৭ রানে থামল ভারত

১২ বছর পর একাদশে নাথান লিয়নকে না রেখে মাঠে নামে অজিরা। নতুন কম্বিনেশন বেশিক্ষণ টিকল না। কারণ, দিনের তৃতীয় সেশনের মাঝামাঝিতেই তাদের ইনিংস গুটিয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে কিছুটা সাবধানেই শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ওপেনিংয়ে নেমে কেভলন অ্যান্ডারসন ১৪ বল খেলে মাত্র ৩ রানেই স্টার্কের শিকার হন। তবে দিনের বাকি সময়টায় ব্র্যান্ডন কিং (৮*) ও রস্টন চেজ (৩*) মিলে কোনো বিপদ ছাড়াই শেষ করেন।

প্রথম দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। তারা এখনও পিছিয়ে রয়েছে ২০৯ রানে। তবে বল হাতে যেভাবে অস্ট্রেলিয়াকে নড়বড়ে করে দিয়েছে তাতে দ্বিতীয় দিনটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবেই দেখছে স্বাগতিকরা।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।

এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ